Ajker Patrika

ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতক ৩ দিন পর উদ্ধার, আটক এক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতক ৩ দিন পর উদ্ধার, আটক এক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতককে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় নবজাতক চুরির সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, ঢাকা মেডিকেলের শিশু ওয়ার্ড থেকে একটি তিন দিন বয়সী নবজাতক চুরি হয়ে যায়। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে বেড়িয়ে যাচ্ছেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে যারা নিয়মিত কাজ করেন তাদেরকে এই নারীর ছবি দেখাই। কেউ চিনতে পারে কি না। পরে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন স্থানে অভিযান শেষে কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে সুস্থ উদ্ধার করা হয়েছে।

হারুন অর রশীদ আরও বলেন, ‘নবজাতক হারানোরে পরে মা হাসপাতালেই ছিলেন। আমরা উদ্ধার অভিযানে মাকে সঙ্গে নেই। পরবর্তীতে নবজাতকটি উদ্ধারের করে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা শাহবাগ থানায় আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশু ওয়ার্ডের ১০৬ নম্বর রুমের এক্সট্রা ১ নম্বর বেড থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় এক নারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত