Ajker Patrika

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র চেয়ে নারীর রিট, হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র চেয়ে রিট করেছেন এক নারী। এর পরিপ্রেক্ষিতে ‘এ বিষয়ে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না’, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করেন। 

মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, ধর্মসচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা নামে এক নারী রিটটি করেন। আবেদনে স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথোরিটি দেওয়া হয়েছে। 

আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাছুমা জামায়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আবেদনটাই সংবিধান পরিপন্থী। হজ করতে, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেও ছবি লাগে। আমরা রুলের বিরোধিতা করেছি।’ 

রুলের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন কি না-এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি অ্যাটর্নি জেনারেল বলতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত