নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরসাইকেলচালকদের একটি সংগঠন।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় গত সোমবার বনানীতে মোটরসাইকেলচালকদের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার প্রতিবাদও জানান তাঁরা।
আয়োজক সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, ‘আমরা চাই, অটোরিকশা রাস্তায় যে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, এটা বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন মোটরবাইকচালকের ওপর অটোরিকশাচালকেরা জঘন্যভাবে হামলা করেছে। এটা খুবই অপ্রত্যাশিত। আমরা এটি চাই না। আমরা চাই না, একজন আরেকজনের ওপর আক্রমণাত্মক হোক।’
তিনি আরও বলেন, ‘দেশে রাস্তাঘাটে গাড়ি চলাচলের একটি নীতিমালা রয়েছে, আমরা চাই সেই নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলছি না, অটোরিকশা একেবারেই বন্ধ হয়ে যাক। তাদেরও রুটি-রুজির বিষয় আছে, সেটি রক্ষিত হোক, আমরাও চাই। তবে মূল সড়কে যত্রতত্রভাবে চালানো বন্ধ হোক। তাদের একটি নীতিমালার আওতায় নিয়ে আসা হোক, প্রশিক্ষণ দেওয়া হোক এবং আইন প্রণয়ন করা হোক। যাতে করে তারা স্বেচ্ছাচারিতা না করতে পারে।’
আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, ‘বর্তমানে যাঁরা ঢাকার রাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ি চালান, তাঁদের কাছে একটি আতঙ্কের নাম অটোরিকশা। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যেন অটোরিকশার ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে মহাসড়কে চলুক, তবে আলাদা লেন করে দেওয়া হোক। একটা সুষ্ঠু নির্দেশনা আসুক তাদের ব্যাপারে, যাতে করে তারা তাদের মতো করে চালাতে পারে এবং জনদুর্ভোগ তৈরি না হয়।’
এ সময় সংগঠনটির পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. প্রধান সড়কে সাধারণ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ২. কেবল প্রতিবন্ধী ও বয়স্কদের চলাচলের অনুমতি দিতে হবে। ৩. যত্রতত্র ব্রেক করা ও উল্টো পথে চলাচল বন্ধ করতে হবে এবং ৪. আইন প্রণয়ন করে মোটরসাইকেলের মতোই শাস্তির আওতায় আনতে হবে।
অবস্থান কর্মসূচিতে এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জাহাঙ্গীর সাগর, রাজিব হাসান শিবলু, জলিল হোসেন উজ্জ্বল প্রমুখ।
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরসাইকেলচালকদের একটি সংগঠন।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় গত সোমবার বনানীতে মোটরসাইকেলচালকদের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার প্রতিবাদও জানান তাঁরা।
আয়োজক সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, ‘আমরা চাই, অটোরিকশা রাস্তায় যে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, এটা বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন মোটরবাইকচালকের ওপর অটোরিকশাচালকেরা জঘন্যভাবে হামলা করেছে। এটা খুবই অপ্রত্যাশিত। আমরা এটি চাই না। আমরা চাই না, একজন আরেকজনের ওপর আক্রমণাত্মক হোক।’
তিনি আরও বলেন, ‘দেশে রাস্তাঘাটে গাড়ি চলাচলের একটি নীতিমালা রয়েছে, আমরা চাই সেই নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলছি না, অটোরিকশা একেবারেই বন্ধ হয়ে যাক। তাদেরও রুটি-রুজির বিষয় আছে, সেটি রক্ষিত হোক, আমরাও চাই। তবে মূল সড়কে যত্রতত্রভাবে চালানো বন্ধ হোক। তাদের একটি নীতিমালার আওতায় নিয়ে আসা হোক, প্রশিক্ষণ দেওয়া হোক এবং আইন প্রণয়ন করা হোক। যাতে করে তারা স্বেচ্ছাচারিতা না করতে পারে।’
আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, ‘বর্তমানে যাঁরা ঢাকার রাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ি চালান, তাঁদের কাছে একটি আতঙ্কের নাম অটোরিকশা। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যেন অটোরিকশার ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে মহাসড়কে চলুক, তবে আলাদা লেন করে দেওয়া হোক। একটা সুষ্ঠু নির্দেশনা আসুক তাদের ব্যাপারে, যাতে করে তারা তাদের মতো করে চালাতে পারে এবং জনদুর্ভোগ তৈরি না হয়।’
এ সময় সংগঠনটির পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. প্রধান সড়কে সাধারণ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ২. কেবল প্রতিবন্ধী ও বয়স্কদের চলাচলের অনুমতি দিতে হবে। ৩. যত্রতত্র ব্রেক করা ও উল্টো পথে চলাচল বন্ধ করতে হবে এবং ৪. আইন প্রণয়ন করে মোটরসাইকেলের মতোই শাস্তির আওতায় আনতে হবে।
অবস্থান কর্মসূচিতে এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জাহাঙ্গীর সাগর, রাজিব হাসান শিবলু, জলিল হোসেন উজ্জ্বল প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে চলছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন। মাসব্যাপী মেলাটির জন্য খেলার মাঠ খুঁড়ে বানানো হচ্ছে ইট-সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষে মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান খোলোয়াড়েরা।
৪ ঘণ্টা আগেনওগাঁর মাঠে এখন শুধু পাকা ধানের সুবাস। নিচু জমিগুলোর ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। এরই মধ্যে সরকারি উদ্যোগে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানও শুরু হয়েছে। তবে নানা ঝক্কি-ঝামেলা ও কম দামের কারণে এবারও সরকারি গুদামে ধান-চাল দিতে আগ্রহী নন কৃষক ও মিলাররা।
৫ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়ছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। জেলার অধিকাংশ কৃষিজমিতে মিলছে উচ্চ মাত্রায় লবণ। এতে ফসলের উৎপাদন ব্যাপক হারে কমে গেছে। কৃষিজমির পাশাপাশি ভূগর্ভস্থ পানিতেও লবণের উপস্থিতি দিন দিন বাড়ছে। কৃষকেরা বলছেন, অতি মাত্রার লবণের কারণে খেতের অধিকাংশ ধানগাছ শুকিয়ে গেছে।
৫ ঘণ্টা আগেচলমান আন্দোলনের অংশ হিসেবে এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ শাটডাউন কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
৮ ঘণ্টা আগে