Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত গজারিয়ার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত গজারিয়ার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দীর ইউপি চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন (৪২) মারা গেছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা আজগর আলী হাসপাতালের আইসিউতে দীর্ঘ নয় দিন থাকার পর মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সৈকত হোসেন বাবু। 

সৈকত হোসেন জানান, গত ২৭ মে (শুক্রবার) দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য তাঁর ভাই বাড়ি থেকে থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ঢাকামুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ঢাকা আজগর আলী হাসপাতালে। এরপর সেখানে আইসিইউ থাকা অবস্থায় মারা যান তিনি। 

আজ দুপুর ১টায় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে মরদেহ আনা হয়। এ সময় সেখানে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। এরপর আসর নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত