Ajker Patrika

‘এক বছরেই পাঠকের মন জয় করেছে আজকের পত্রিকা’

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
‘এক বছরেই পাঠকের মন জয় করেছে আজকের পত্রিকা’

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ‘দৈনিক আজকের পত্রিকা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিনিধি ও পত্রিকার পাঠকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে বাসাইল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম বলেন, ‘পাঠকের ভালোবাসা আর ‘আজকের পত্রিকা’র একঝাঁক তরুণ ও মেধাবী সংবাদকর্মীর অক্লান্ত পরিশ্রমে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। ফলে মাত্র এক বছরেই পত্রিকাটি পাঠকের মন জয় করে এরই মধ্যে সাফল্য অর্জন করেছে। তথ্য ও প্রযুক্তি নির্ভর এ পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় পরিণত হবে এমনটাই প্রত্যাশা করছি।’ 

বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার বাসাইল প্রতিনিধি এম শহিদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি এমকে ভূঁইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিবির প্রতিনিধি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মাসুদ রানাসহ বাসাইল প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত