নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় চেয়ারম্যান সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আগাম জামিন আবেদন খারিজ করে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ এই আদেশ দেন।
গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধভাবে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফৌজিয়া আক্তার পপি।
এর আগে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের জন্য সেলিম খানের কাছ থেকে রাজস্ব (রয়্যালটি) আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন আপিল বিভাগ।
গত ৮ আগস্ট আপিল বিভাগের রায়ে বলা হয়, চাঁদপুর সদরের ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান দীর্ঘদিন ধরে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ডুবোচর থেকে আইন–কানুনের তোয়াক্কা না করে বালু তুলেছেন। এতে পরিবেশের অপূরণীয় ক্ষতির পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। তাই সেলিম খানের কাছ থেকে চার বছরের রয়্যালটি আদায় করতে বলা হয়।
এর আগে গত ৯ জুন সেলিম খানসহ তিনজনকে এক কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। এর মধ্যে সেলিম খানকে ৫০ লাখ টাকা এবং স্থানীয় বাসিন্দা জুয়েল ও আবদুল কাদের মিয়াকে ২৫ লাখ টাকা করে দিতে বলা হয়। প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের জন্য জমির মূল্যহার পরীক্ষায় কমিটি গঠন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৯৪ কোটি টাকার প্রাক্কলনের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে হাইকোর্ট ওই রায় দেন। ওই সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, রিট আবেদনকারীরা আদালতে কিছু জাল ডকুমেন্ট দিয়েছেন। আদালতের সময় নষ্ট করেছেন। এসব বিবেচনায় রুল খারিজ করে জরিমানা করেছেন আদালত।
গত বছরের ৪ নভেম্বর চাঁদপুর জেলা প্রশাসন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের জন্য প্রায় ১৯৪ কোটি টাকার প্রাক্কলন প্রস্তুত করে অর্থ ছাড়ের জন্য উপাচার্য বরাবর চিঠি দেয়। একই বছরের ১৪ অক্টোবর জমির মূল্যহার পরীক্ষা ও সংগ্রহের জন্য ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনের প্রাক্কলন সংশোধন চেয়ে গত বছরের নভেম্বরে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন সেলিম খানসহ অন্যরা। পরে মন্ত্রণালয় এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে ব্যাখ্যা জানতে চায়।
চাঁদপুর জেলা প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, মৌজা দর ধরে জমি অধিগ্রহণের দাম নির্ধারণ করলে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৬২ একর জমির জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১৯৪ কোটি টাকা। কিন্তু হঠাৎ উচ্চ মূল্য দেখিয়ে যেসব দলিল করা হয়েছে, সেটা আমলে নিলে সরকারকে ৫৫৩ কোটি টাকা দিতে হবে। অর্থাৎ সরকারকে অতিরিক্ত দিতে হবে ৩৫৯ কোটি টাকা।
পরবর্তীতে চাঁদপুর জেলা প্রশাসনের ২০২১ সালের ১৪ অক্টোবরের (মূল্যহার পরীক্ষায় কমিটি গঠন) এবং একই বছরের ৪ নভেম্বরের (১৯৪ কোটা টাকা প্রাক্কলন) স্মারকের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট করেন সেলিম খান, আব্দুল কাদের মিয়া ও জুয়েল। এক রিটে গত বছরের ৩০ নভেম্বর এবং আরেক রিটে ৬ ডিসেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় চেয়ারম্যান সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আগাম জামিন আবেদন খারিজ করে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ এই আদেশ দেন।
গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধভাবে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফৌজিয়া আক্তার পপি।
এর আগে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের জন্য সেলিম খানের কাছ থেকে রাজস্ব (রয়্যালটি) আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন আপিল বিভাগ।
গত ৮ আগস্ট আপিল বিভাগের রায়ে বলা হয়, চাঁদপুর সদরের ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান দীর্ঘদিন ধরে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ডুবোচর থেকে আইন–কানুনের তোয়াক্কা না করে বালু তুলেছেন। এতে পরিবেশের অপূরণীয় ক্ষতির পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। তাই সেলিম খানের কাছ থেকে চার বছরের রয়্যালটি আদায় করতে বলা হয়।
এর আগে গত ৯ জুন সেলিম খানসহ তিনজনকে এক কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। এর মধ্যে সেলিম খানকে ৫০ লাখ টাকা এবং স্থানীয় বাসিন্দা জুয়েল ও আবদুল কাদের মিয়াকে ২৫ লাখ টাকা করে দিতে বলা হয়। প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের জন্য জমির মূল্যহার পরীক্ষায় কমিটি গঠন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৯৪ কোটি টাকার প্রাক্কলনের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে হাইকোর্ট ওই রায় দেন। ওই সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, রিট আবেদনকারীরা আদালতে কিছু জাল ডকুমেন্ট দিয়েছেন। আদালতের সময় নষ্ট করেছেন। এসব বিবেচনায় রুল খারিজ করে জরিমানা করেছেন আদালত।
গত বছরের ৪ নভেম্বর চাঁদপুর জেলা প্রশাসন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের জন্য প্রায় ১৯৪ কোটি টাকার প্রাক্কলন প্রস্তুত করে অর্থ ছাড়ের জন্য উপাচার্য বরাবর চিঠি দেয়। একই বছরের ১৪ অক্টোবর জমির মূল্যহার পরীক্ষা ও সংগ্রহের জন্য ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনের প্রাক্কলন সংশোধন চেয়ে গত বছরের নভেম্বরে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন সেলিম খানসহ অন্যরা। পরে মন্ত্রণালয় এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে ব্যাখ্যা জানতে চায়।
চাঁদপুর জেলা প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, মৌজা দর ধরে জমি অধিগ্রহণের দাম নির্ধারণ করলে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৬২ একর জমির জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১৯৪ কোটি টাকা। কিন্তু হঠাৎ উচ্চ মূল্য দেখিয়ে যেসব দলিল করা হয়েছে, সেটা আমলে নিলে সরকারকে ৫৫৩ কোটি টাকা দিতে হবে। অর্থাৎ সরকারকে অতিরিক্ত দিতে হবে ৩৫৯ কোটি টাকা।
পরবর্তীতে চাঁদপুর জেলা প্রশাসনের ২০২১ সালের ১৪ অক্টোবরের (মূল্যহার পরীক্ষায় কমিটি গঠন) এবং একই বছরের ৪ নভেম্বরের (১৯৪ কোটা টাকা প্রাক্কলন) স্মারকের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট করেন সেলিম খান, আব্দুল কাদের মিয়া ও জুয়েল। এক রিটে গত বছরের ৩০ নভেম্বর এবং আরেক রিটে ৬ ডিসেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৭ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৭ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৮ ঘণ্টা আগে