Ajker Patrika

ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা আনন্দ শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা
ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা আনন্দ শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ সোমবার ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব কর্ণগোপ এলাকায় কলেজ ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে ক্যাম্পাসের সামনে থেকে শোভাযাত্রা বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে শুরু করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তনেরাও অংশ নেন। তাঁদের আগমনে অনুষ্ঠানজুড়ে তৈরি হয় মিলনমেলা।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম বলেন, ‘মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডাক্তার তৈরির জন্য এই কলেজ কাজ করছে। বাংলাদেশের মধ্যে কলেজটি সদর্পে এগিয়ে যাচ্ছে। দেশে ও বিদেশে ইউএস-বাংলা কাজ করে যাবে। আমাদের প্রত্যাশা মানবিক চিকিৎসক তৈরি করা।’

এ সময় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘একটি প্রাইভেট মেডিকেল কলেজ হিসেবে এটি খুবই সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে এই কলেজ উত্তরোত্তর ভালো, সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা করি। এখানকার হাসপাতালে মানুষকে ভালো চিকিৎসা দিচ্ছে। আমি আশা করব, এই কলেজের শিক্ষার্থীরা মেডিকেলের নিয়ম মেনে সেবা দেবে।’

কেক কেটে ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। ছবি: আজকের পত্রিকা
কেক কেটে ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (অব.) মেজর এ কে এম মাহবুবুল হক, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক ডা. রওশন আরা খানম, অধ্যাপক ডা. শেখর ভট্টাচার্য প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত