Ajker Patrika

চাকরি স্থায়ীকরণের দাবি স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৩০
চাকরি স্থায়ীকরণের দাবি স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের

মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) সংশোধিত’ প্রকল্পের সব স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদ। এ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতৃবৃন্দ। আজ বুধবার অবস্থানের দ্বিতীয় দিন প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। 

বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বেলাল বলেন, ‘২০০৯ সাল থেকে প্রকল্পের লিফগণ অতি সামান্য ভাতা নিয়ে কাজ করে আসছেন। বর্তমানে মাছ চাষে বাংলাদেশ বিশ্বের চতুর্থ স্থান অর্জন করেছে। এই সাফল্যের পেছনে প্রকল্পের লিফদের মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় মাছ চাষের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ভাগ্যের পরিবর্তন হলেও লিফদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই মৎস্য অধিদপ্তরের চলমান ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের দক্ষ লিফদের গণস্থায়ীকরণসহ সব সুযোগ-সুবিধা প্রদানের অনুরোধ করছি।’ 

কর্মসূচি থেকে লিফদের চাকরি স্থায়ীকরণসহ সব সরকারি সুযোগ-সুবিধা প্রদান, জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৯ তম অথবা ২০ তম গ্রেডে বেতন প্রদান ও সরকারিভাবে উন্নতমানের মৎস্য চাষ বিষয়ে আবাসিক প্রশিক্ষণের দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। 

সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম বেলালের সভাপতিত্বে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবদুস ছালামসহ সংগঠনের সাত বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রকল্পের আওতাধীন সব স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত