Ajker Patrika

চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৪: ৩৭
Thumbnail image

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় সোহেল মাতবর নামে এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৮টায় উপজেলার শ্যামসিদ্ধ ইউনিয়নের শ্যামসিদ্দি নতুন মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। 

আহত সোহেল মাতবর একই গ্রামের হাফিজ উদ্দিন মাতবরের ছেলে। এ বিষয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

ভুক্তভোগী সোহেল মাতবর বলেন, ‘আমি ড্রেজার দিয়ে এলাকায় জমি ভরাটের কাজ করি। তাই ইউপি সদস্য রবিন হোসেন আমাদের কাছে চাঁদা দাবি করে। আমরা তাকে চাঁদা না দেওয়ায় গত কয়েক মাস ধরে তার সঙ্গে ঝামেলা চলছে। এর জেরে শুক্রবার ইফতারি শেষে রাতে বাড়ি ফেরার পথে আমাকে একা পেয়ে রবিন, ইমন, শাহাদতসহ আরও দু-তিনজন নতুন মসজিদের সামনে আমাকে আটকে বেধড়ক মারধর করে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে শ্রীনগর থানায় রাত সাড়ে ৮টায় একটি লিখিত অভিযোগ করেছি।’ 

ইউপি সদস্য রবিন হোসেন বলেন, ‘কিছু ব্যক্তি নির্বাচনে আমাকে ফেল করানোর জন্য নির্বাচনের আগে চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়েছিল। সোহেল মাতবরকে কারা মেরেছে, সে সম্পর্কে আমি জানি না।’ 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত