Ajker Patrika

আশিককে ছেড়ে দিয়েছে ডিবি

ঢাবি প্রতিনিধি
Thumbnail image

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত শনিবার রাতে তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার রাতে আশিকুরের বন্ধু হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাত পৌনে ৯টার দিকে হাফিজুর বলেন, ‘আমরা এই মুহূর্তে আশিকুরকে নিয়ে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছি। একটু আগে আশিকুরের বাবা ডিবি কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। ওনার সঙ্গে আমরা বন্ধুরা এসেছি এবং আমাদের বিভাগের চেয়ারম্যান স্যারও এসেছেন।’ 

আশিকুরের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আশিকুরের খোঁজ পাওয়া গেছে। আমরা এখন ডিবি কার্যালয়ে আছি। আমরা আশিককে নিয়ে বের হচ্ছি।’ 

এর আগে গতকাল রাতে আজিমপুরের বাসা থেকে আশিকুরকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আশিকুর রহমান ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। 

আশিকুরকে যে বাসা থেকে তুলে নেওয়া হয় সেটি একটি পারিবারিক বাসা। সে বাসায় পরিবার নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মহসিন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। 

ঘটনার বর্ণনা দিয়ে মহসিন আজ সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আর আশিকুর একই বাসাতে থাকি। রাতে আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরীরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়।’ 

 ‘হিজবুত তাহরীরের সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নেই। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে।’ জানান মহসিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত