Ajker Patrika

খালেকদাদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন ধ্রুব এষ ও পাপড়ি রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮: ১৬
Thumbnail image

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন চিত্রশিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ এবং কথাসাহিত্যিক পাপড়ি রহমান। প্রতিবছর নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান গত রোববার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। আগামী পয়লা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) নেত্রকোনায় ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসবে এ পুরস্কার ধ্রুব এষ ও পাপড়ি রহমানের হাতে তুলে দেওয়া হবে। 

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ধ্রুব এষ প্রচ্ছদশিল্পী হিসেবেই অধিক পরিচিত। তবে কবিতা, শিশুসাহিত্য ও গল্প লেখাতেও রয়েছে তাঁর সুখ্যাতি। সুপারি পাতার গাড়ি, সূর্য মামার বাচ্চাদের গল্প, ঠিক দুক্কুরবেলা, ভূতপুর, রাফখাতা তাঁর উল্লেখযোগ্য শিশুসাহিত্য। 

অন্যদিকে কথাসাহিত্যিক পাপড়ি রহমান ‘বয়ন’ উপন্যাসের জন্য ইতিমধ্যে পাঠক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। গল্প ও উপন্যাসে মানুষের যাপিত জীবনের কথা বলেন। অষ্টরম্ভা, ধূলি চিত্রিত দৃশ্যাবলি, পোড়া নদীর স্বপ্নপূরণ, বয়ন, পালাটিয়া তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। 

নেত্রকোনা সাহিত্য সমাজ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পয়লা ফাল্গুন দেশের বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৭ জন কবি-সাহিত্যিককে এই সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত খালেকদাদ পুরস্কারপ্রাপ্তরা হলেন যতীন সরকার, আনিসুজ্জামান, কবীর চৌধুরী, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, রাহাত খান, হেলাল হাফিজ, রফিক আজাদ, বুলবন ওসমান, মহাদেব সাহা, জাফর ইকবাল, নাসরিন জাহান, আবু হাসান শাহরিয়ার, সেলিনা হোসেন, সেলিম আল দীন, আলতাফ হোসাইন, আনিসুল হক, জাকির তালুকদার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল হক, আসাদ চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, খালেদ মতিন (মরণোত্তর), রফিকউল্লাহ খান, মারুফুল ইসলাম, কামাল চৌধুরী, শামসুজ্জামান খান (মরণোত্তর) ও শামীম রেজা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত