অনলাইন ডেস্ক
রাজধানীর কয়েকটি থানায় পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।
আজ সকালে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর পৃথক আবেদন করেন। আদালত আদেশ মঞ্জুর করেন পরে। প্রত্যেককে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদাবাজির দুই মামলায় কামরুল গ্রেপ্তার
কামরাঙ্গীরচর থানার চাঁদাবাজির দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ বলেন, তদন্তে বিভিন্ন তথ্য ও সাক্ষ্যে জানা গেছে কামরুল ইসলামের নির্দেশ ও সহযোগিতায় কামরাঙ্গীরচর থানা এলাকায় বিভিন্ন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান, জমি, দোকান দখল করাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জোর করে চাঁদার একটি অংশ ভোগ করতেন। তাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভাঙচুরের হাত থেকে বাদী সগির আহমেদ সুজনের বাড়ি বাঁচাতে তার কাছ থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন মামলার ১ নম্বর আসামি কামরুল ইসলাম। এরপর বাদী মামলার ৩ নম্বর আসামির মাধ্যমে ২০ লাখ টাকা চাঁদা দেন। তারপর কামরুলের নির্দেশে মামলার অপর আসামিরা গত ২৪ সেপ্টেম্বর বাদীর বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সুজন গত ৪ সেপ্টেম্বর আদালতে মামলার আবেদন করেন সুজন। আদালত মামলাটি কামরাঙ্গীরচর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। পরবর্তীতে কামরাঙ্গীরচর থানা গত ৮ সেপ্টেম্বর মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে।
এ মামলার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১৪ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
কামরুলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় চাঁদাবাজির আরেকটি মামলা করেন আলী আহাম্মদ নামের এক ব্যক্তি। ৪ সেপ্টেম্বর আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে কামরাঙ্গীরচর থানাকে আদেশ দেন।
পরবর্তীতে কামরাঙ্গীরচর থানা ৭ সেপ্টেম্বর মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেন। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও ১১ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
খালেদা জিয়ার পথসভায় হামলার মামলায় গ্রেপ্তার মেনন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ সভায় হামলার ঘটনায় করা মতিঝিল থানার মামলায় সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন থাকলেও এদিন তাদের আদালতে উপস্থিত করা হয়নি। তাঁদের গ্রেপ্তার আবেদনের ওপর শুনানি হবে আগামী বুধবার।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এস আই শামীম আল মামুন এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত মেননের গ্রেপ্তার মঞ্জুর করেন।
গত ২৬ আগস্ট বিএনপির এক কর্মী বাদী হয়ে এ মামলাটি করেছিলেন।
হত্যা মামলায় গ্রেপ্তার মামুন ও মশিউর
গত ৫ আগস্ট ১৬ বছর বয়সী রাকিব হাওলাদার হত্যার ঘটনায় চকবাজার থানার মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পরিদর্শক আবুল খায়ের তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, আদালত এ বিষয়ে শুনানি নিয়ে তা মঞ্জুর করেন।
গত ২৩ সেপ্টেম্বর নিহত রাকিবের বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় এ মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্টে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে মিছিলে অংশ নিয়েছিলেন রাকিব। মিছিলটি নাজিমউদ্দিন রোড থেকে বের হয়ে চানখাঁরপুল মোড়ে পৌঁছালে ২০০ থেকে ২৫০ জন পুলিশ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা নির্বিচারে গুলি করে। এতে বাদীর ছেলেসহ সংখ্যা আন্দোলনকারী আহত হয়।
এরপর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করা হলে পথে আওয়ামী লীগের কর্মীদের বাধা দেয়। পরে রকিবকে মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর কয়েকটি থানায় পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।
আজ সকালে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর পৃথক আবেদন করেন। আদালত আদেশ মঞ্জুর করেন পরে। প্রত্যেককে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদাবাজির দুই মামলায় কামরুল গ্রেপ্তার
কামরাঙ্গীরচর থানার চাঁদাবাজির দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ বলেন, তদন্তে বিভিন্ন তথ্য ও সাক্ষ্যে জানা গেছে কামরুল ইসলামের নির্দেশ ও সহযোগিতায় কামরাঙ্গীরচর থানা এলাকায় বিভিন্ন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান, জমি, দোকান দখল করাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জোর করে চাঁদার একটি অংশ ভোগ করতেন। তাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভাঙচুরের হাত থেকে বাদী সগির আহমেদ সুজনের বাড়ি বাঁচাতে তার কাছ থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন মামলার ১ নম্বর আসামি কামরুল ইসলাম। এরপর বাদী মামলার ৩ নম্বর আসামির মাধ্যমে ২০ লাখ টাকা চাঁদা দেন। তারপর কামরুলের নির্দেশে মামলার অপর আসামিরা গত ২৪ সেপ্টেম্বর বাদীর বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সুজন গত ৪ সেপ্টেম্বর আদালতে মামলার আবেদন করেন সুজন। আদালত মামলাটি কামরাঙ্গীরচর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। পরবর্তীতে কামরাঙ্গীরচর থানা গত ৮ সেপ্টেম্বর মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে।
এ মামলার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১৪ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
কামরুলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় চাঁদাবাজির আরেকটি মামলা করেন আলী আহাম্মদ নামের এক ব্যক্তি। ৪ সেপ্টেম্বর আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে কামরাঙ্গীরচর থানাকে আদেশ দেন।
পরবর্তীতে কামরাঙ্গীরচর থানা ৭ সেপ্টেম্বর মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেন। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও ১১ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
খালেদা জিয়ার পথসভায় হামলার মামলায় গ্রেপ্তার মেনন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ সভায় হামলার ঘটনায় করা মতিঝিল থানার মামলায় সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন থাকলেও এদিন তাদের আদালতে উপস্থিত করা হয়নি। তাঁদের গ্রেপ্তার আবেদনের ওপর শুনানি হবে আগামী বুধবার।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এস আই শামীম আল মামুন এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত মেননের গ্রেপ্তার মঞ্জুর করেন।
গত ২৬ আগস্ট বিএনপির এক কর্মী বাদী হয়ে এ মামলাটি করেছিলেন।
হত্যা মামলায় গ্রেপ্তার মামুন ও মশিউর
গত ৫ আগস্ট ১৬ বছর বয়সী রাকিব হাওলাদার হত্যার ঘটনায় চকবাজার থানার মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পরিদর্শক আবুল খায়ের তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, আদালত এ বিষয়ে শুনানি নিয়ে তা মঞ্জুর করেন।
গত ২৩ সেপ্টেম্বর নিহত রাকিবের বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় এ মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্টে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে মিছিলে অংশ নিয়েছিলেন রাকিব। মিছিলটি নাজিমউদ্দিন রোড থেকে বের হয়ে চানখাঁরপুল মোড়ে পৌঁছালে ২০০ থেকে ২৫০ জন পুলিশ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা নির্বিচারে গুলি করে। এতে বাদীর ছেলেসহ সংখ্যা আন্দোলনকারী আহত হয়।
এরপর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করা হলে পথে আওয়ামী লীগের কর্মীদের বাধা দেয়। পরে রকিবকে মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রাণকেন্দ্র বলা হয় ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুরকে। কিন্তু এ এলাকার সড়ক ও ড্রেন সংস্কার না করায় দীর্ঘ ৬ বছর ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। গত বছরের প্রথম দিকে আলিয়া মাদ্রাসা থেকে কারিতাস মোড় পর্যন্ত ৭২০ মিটার সড়ক উন্নয়নকাজ শুরু হয়। কিন্তু ছাত্র-জনতার...
২ ঘণ্টা আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। এখানে আছে পাঁচতলা ভবন, বড় খেলার মাঠ ও আটজন শিক্ষক। ৪২ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়া ৯ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।
২ ঘণ্টা আগেরংপুর নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। নিয়মবহির্ভূতভাবে সড়ক দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে তখন উত্তাল পুরো দেশ। ২০২৪ সালের ১৯ জুলাই এক দিনেই নিহত হয় ১৪৮ জন। তাদের একজন নারায়ণগঞ্জের ফতুল্লার ১৬ বছরের কিশোর মোহাম্মদ আদিল। সেদিন জুমার আগে পুরো এলাকায় ছিল সুনসান নীরবতা। ইন্টারনেট বন্ধ থাকায় কোথায় কী হচ্ছে, তা জানার উপায় নেই। নামাজ শেষে পরিবারের সদস্যরা একসঙ্গে খেতে বসে...
২ ঘণ্টা আগে