Ajker Patrika

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২: ২৪
Thumbnail image

একান্ত ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছুটির দিনে গ্রামের বাড়ি যাওয়ার জন্য আজ শুক্রবার সকাল সোয়া ৮টায় তিনি গণভবন থেকে রওনা হন।

প্রধানমন্ত্রীর পারিবারিক এই সফর নিশ্চিত করেছেন তাঁর প্রেস উইংয়ের কর্মকর্তারা। তাঁরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর বরাবরের মতোই টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়।

গত ৪ জুলাই সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়ায়। সেখানে জাতির পিতার মাজার জিয়ারত করেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত