Ajker Patrika

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন: কাগজপত্র পুড়লেও ভল্টের ক্ষয়ক্ষতি হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৪, ২১: ১৭
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন: কাগজপত্র পুড়লেও ভল্টের ক্ষয়ক্ষতি হয়নি

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডে কাগজপত্র পুড়লেও ভল্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের পর ওই শাখার নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। 

আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ব্যাংকটির ধোলাইখালের শাখায় আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির ভল্ট রয়েছে। তবে আগুনে ভল্টের তেমন কোনো ক্ষতি হয়নি। ব্যাংকটি গ্রাহক সেবাদানকারী ডেস্কগুলো আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। আজ হওয়ায় ব্যাংকটিতে সাপ্তাহিক ছুটি ছিল। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, ব্যাংকে আগুন লাগলেও ভল্টে আগুন লাগেনি। পুলিশসহ ব্যাংকের ম্যানেজার প্রবেশ করে এটি নিশ্চিত করেছেন। তবে আগুনের ঘটনায় কিছু কাগজপত্র পুড়ে গেছে। যদিও এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। 

অগ্নিকাণ্ডের পর ব্যাংকটির নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাংকের কর্মচারী ও কর্তৃপক্ষও রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত