ঢাবি প্রতিনিধি
‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার ৩৮ বছরে পদার্পণ করল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে টিএসসি প্রাঙ্গণে একটি র্যালি বের করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মামুন তুষার। উপস্থিত ছিলেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর প্রমুখ।
উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘নিঃসন্দেহে বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংবাদিকতা পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি পথিকৃৎ প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন এ ধরনের সংগঠন নির্ভীক ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে, তখন সেটির গুরুত্ব অশেষ। নানা ধরনের অসংগতি, বিচ্যুতি ও অসামঞ্জস্যতার প্রতি সাংবাদিকদের সব সময়ই সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে। তারা যেসব লেখনী প্রকাশ করে, সেটি পলিসি গ্রহণে গুরুত্ব রাখে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কাজটি করি।’
উপাচার্য আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পেশাদারিত্বের সঙ্গে তার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব তাদের এই ধারা যেন অক্ষুণ্ন থাকে। আজকের এই সুন্দর দিনে সাংবাদিক সমিতির সব সদস্যকে অভিনন্দন জানাই।’
এদিকে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিক সমিতির সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকেরা ৭-০ গোলে জয়ী হন। ৩ গোল দিয়ে হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ ছিনিয়ে নেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সিনেট সদস্য অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৩ জন সাংবাদিককে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে।
‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার ৩৮ বছরে পদার্পণ করল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে টিএসসি প্রাঙ্গণে একটি র্যালি বের করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মামুন তুষার। উপস্থিত ছিলেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর প্রমুখ।
উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘নিঃসন্দেহে বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংবাদিকতা পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি পথিকৃৎ প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন এ ধরনের সংগঠন নির্ভীক ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে, তখন সেটির গুরুত্ব অশেষ। নানা ধরনের অসংগতি, বিচ্যুতি ও অসামঞ্জস্যতার প্রতি সাংবাদিকদের সব সময়ই সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে। তারা যেসব লেখনী প্রকাশ করে, সেটি পলিসি গ্রহণে গুরুত্ব রাখে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কাজটি করি।’
উপাচার্য আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পেশাদারিত্বের সঙ্গে তার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব তাদের এই ধারা যেন অক্ষুণ্ন থাকে। আজকের এই সুন্দর দিনে সাংবাদিক সমিতির সব সদস্যকে অভিনন্দন জানাই।’
এদিকে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিক সমিতির সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকেরা ৭-০ গোলে জয়ী হন। ৩ গোল দিয়ে হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ ছিনিয়ে নেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সিনেট সদস্য অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৩ জন সাংবাদিককে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে।
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ সন্দেহে সাফায়েত গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করতে গিয়ে বাধা পেয়েছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা এক পুলিশকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করেন। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন।
১৫ মিনিট আগেরাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে সেখানে অবস্থান নেন তাঁরা।
১ ঘণ্টা আগেস্ত্রীর মৃত্যুর শোকে জানাজার সময় মারা গেলেন স্বামী জমশিদ আলীও। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও আটঘর গ্রামে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগেটঙ্গী বিশ্ব ইজতেমার মোনাজাত চলাকালীন ড্রোন আছড়ে পড়ে অর্ধশতাধিক মুসল্লি পদদলিত হয়ে আহতের ঘটনায় গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
২ ঘণ্টা আগে