নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। আজ শনিবার (১৭ মে) প্রকল্পের বিমানবন্দর-সংলগ্ন কাওলা অংশ (জিরো পয়েন্ট) থেকে ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকা পরিদর্শনকালে এ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সেতুসচিব প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ইন্ডাস্ট্রি করপোরেশনকে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার জন্য একটি হালনাগাদ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন।
প্রধান চ্যালেঞ্জ হিসেবে প্রকল্প এলাকার ৩৩ কেভি ও ১১ কেভি ইউটিলিটি লাইন রিলোকেশন কার্যক্রম দ্রুত সম্পন্নের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
এ ছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ভোগান্তি লাঘবে অতিরিক্ত জনবল নিযুক্ত করে ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন সচিব।
প্রকল্প বাস্তবায়নকালে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে সমাধানের নির্দেশ দেন প্রকল্প পরিচালককে।
উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়েছিল। সে সময় নির্মাণকাজ শুরু করে ২০২২ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় কোনো কাজই শুরু হয়নি। পরে আরও চার বছর অতিরিক্ত সময় বাড়ানো হয়। ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০২২ সালের ১২ নভেম্বরে উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে, ১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা। চায়নার এক্সিম ব্যাংক এ প্রকল্পের ৯ হাজার ৬৯২ কোটি টাকা ঋণ দিয়েছে এবং ৭ হাজার ৮৬০ কোটি দিচ্ছে বাংলাদেশ সরকার।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। আজ শনিবার (১৭ মে) প্রকল্পের বিমানবন্দর-সংলগ্ন কাওলা অংশ (জিরো পয়েন্ট) থেকে ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকা পরিদর্শনকালে এ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সেতুসচিব প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ইন্ডাস্ট্রি করপোরেশনকে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার জন্য একটি হালনাগাদ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন।
প্রধান চ্যালেঞ্জ হিসেবে প্রকল্প এলাকার ৩৩ কেভি ও ১১ কেভি ইউটিলিটি লাইন রিলোকেশন কার্যক্রম দ্রুত সম্পন্নের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
এ ছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ভোগান্তি লাঘবে অতিরিক্ত জনবল নিযুক্ত করে ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন সচিব।
প্রকল্প বাস্তবায়নকালে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে সমাধানের নির্দেশ দেন প্রকল্প পরিচালককে।
উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়েছিল। সে সময় নির্মাণকাজ শুরু করে ২০২২ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় কোনো কাজই শুরু হয়নি। পরে আরও চার বছর অতিরিক্ত সময় বাড়ানো হয়। ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০২২ সালের ১২ নভেম্বরে উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে, ১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা। চায়নার এক্সিম ব্যাংক এ প্রকল্পের ৯ হাজার ৬৯২ কোটি টাকা ঋণ দিয়েছে এবং ৭ হাজার ৮৬০ কোটি দিচ্ছে বাংলাদেশ সরকার।
পাবনার আটঘরিয়ায় জামায়াতে ইসলামীর কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না এবং কোনো ঈমাম নামাজ পড়াতে পারবে না বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় হজ ক্যাম্প থেকে ডিউটি শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন রাজধানীর দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মুনসুর আলী। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রেলগেট এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্রদল কর্মী সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেফরিদপুরে বজ্রপাতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামের তুলা পুড়ে গেছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গুদামের পাশের খেজুরগাছের ওপর বজ্রপাত হলে তাতে আগুন ধরে যায়।
২ ঘণ্টা আগে