Ajker Patrika

বিমানবন্দরে ৪ যাত্রীর লাগেজ খোলা, স্বর্ণ-মালপত্র খোয়া

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৮: ০৪
বিমানবন্দরে ৪ যাত্রীর লাগেজ খোলা, স্বর্ণ-মালপত্র খোয়া

সিঙ্গাপুর থেকে আসা চার প্রবাসী যাত্রীর লাগেজ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রসাধনীসহ বিভিন্ন মালপত্র চুরির অভিযোগ উঠেছে। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঢাকায় এমন ঘটনা ঘটেনি। 

মালামাল চুরির অভিযোগ আনা ওই চার যাত্রী সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত রোববার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন। লাগেজ থেকে স্বর্ণালংকারসহ মালপত্র গায়েবের বিষয়টি বুঝতে পেরে তাঁরা বিমানবন্দরে হইচই করেন। তাঁদের একজন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা সুলপুর গ্রামের বাসিন্দা শিশির খান গতকাল সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে চার বছর পর দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে বিমানে ওঠার সময় তাঁর হাতব্যাগে প্রায় ৭০ গ্রাম স্বর্ণালংকার ছিল। ব্যাগটি বড় হওয়ায় বিমানের লোকদের পরামর্শে লক করে তাঁদের হাতে দেন। তাঁরা তাঁকে একটি স্লিপ দেন। ঢাকায় বিমানবন্দরে লাগেজ পাওয়ার পর দেখেন, লক ভাঙা, চেইন খোলা। ব্যাগটি খুলে দেখেন স্বর্ণালংকারের বাক্সগুলো ফাঁকা। বাক্সগুলোতে একটা হার, দুটি চেইন, আধা ভরির ব্রেসলেট, চার সেট কানের দুল ছিল। 

শিশির খান বলেন, এ ছাড়া একজনের একটি মোবাইল ফোন, আরেকজনের কিছু দামি কসমেটিকস, পারফিউম ও মেডিসিন এবং ব্রাহ্মণবাড়িয়ার ফকরুদ্দিনের একটি ২৯ গ্রামের নেকলেস, ৩ গ্রামের গলার চেইন ও তিনটি মোবাইল ফোন খোয়া গেছে। তাঁরা এ নিয়ে বিমানবন্দরে হইচই করেন, অভিযোগ করেন। তাঁরা তদন্ত করার কথা বলেছেন। মঙ্গলবার তিনি মামলা করবেন।

বিমানবন্দর থানার ওসি মো. আজিজুল হক মিঞা বলেন, তাঁরা মামলা করলে তদন্ত করা হবে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে রোববার সন্ধ্যায় আসা চার যাত্রী বেল্ট থেকে লাগেজ নেওয়ার পর মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করেন। ঢাকায় অবতরণের পরে লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে বলে গ্রাউন্ড হ্যান্ডলিং সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। যাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সিঙ্গাপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং হযরত শাহজালাল বিমানবন্দরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত