উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সিঙ্গাপুর থেকে আসা চার প্রবাসী যাত্রীর লাগেজ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রসাধনীসহ বিভিন্ন মালপত্র চুরির অভিযোগ উঠেছে। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঢাকায় এমন ঘটনা ঘটেনি।
মালামাল চুরির অভিযোগ আনা ওই চার যাত্রী সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত রোববার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন। লাগেজ থেকে স্বর্ণালংকারসহ মালপত্র গায়েবের বিষয়টি বুঝতে পেরে তাঁরা বিমানবন্দরে হইচই করেন। তাঁদের একজন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা সুলপুর গ্রামের বাসিন্দা শিশির খান গতকাল সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে চার বছর পর দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে বিমানে ওঠার সময় তাঁর হাতব্যাগে প্রায় ৭০ গ্রাম স্বর্ণালংকার ছিল। ব্যাগটি বড় হওয়ায় বিমানের লোকদের পরামর্শে লক করে তাঁদের হাতে দেন। তাঁরা তাঁকে একটি স্লিপ দেন। ঢাকায় বিমানবন্দরে লাগেজ পাওয়ার পর দেখেন, লক ভাঙা, চেইন খোলা। ব্যাগটি খুলে দেখেন স্বর্ণালংকারের বাক্সগুলো ফাঁকা। বাক্সগুলোতে একটা হার, দুটি চেইন, আধা ভরির ব্রেসলেট, চার সেট কানের দুল ছিল।
শিশির খান বলেন, এ ছাড়া একজনের একটি মোবাইল ফোন, আরেকজনের কিছু দামি কসমেটিকস, পারফিউম ও মেডিসিন এবং ব্রাহ্মণবাড়িয়ার ফকরুদ্দিনের একটি ২৯ গ্রামের নেকলেস, ৩ গ্রামের গলার চেইন ও তিনটি মোবাইল ফোন খোয়া গেছে। তাঁরা এ নিয়ে বিমানবন্দরে হইচই করেন, অভিযোগ করেন। তাঁরা তদন্ত করার কথা বলেছেন। মঙ্গলবার তিনি মামলা করবেন।
বিমানবন্দর থানার ওসি মো. আজিজুল হক মিঞা বলেন, তাঁরা মামলা করলে তদন্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে রোববার সন্ধ্যায় আসা চার যাত্রী বেল্ট থেকে লাগেজ নেওয়ার পর মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করেন। ঢাকায় অবতরণের পরে লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে বলে গ্রাউন্ড হ্যান্ডলিং সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। যাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সিঙ্গাপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং হযরত শাহজালাল বিমানবন্দরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিঙ্গাপুর থেকে আসা চার প্রবাসী যাত্রীর লাগেজ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রসাধনীসহ বিভিন্ন মালপত্র চুরির অভিযোগ উঠেছে। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঢাকায় এমন ঘটনা ঘটেনি।
মালামাল চুরির অভিযোগ আনা ওই চার যাত্রী সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত রোববার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন। লাগেজ থেকে স্বর্ণালংকারসহ মালপত্র গায়েবের বিষয়টি বুঝতে পেরে তাঁরা বিমানবন্দরে হইচই করেন। তাঁদের একজন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা সুলপুর গ্রামের বাসিন্দা শিশির খান গতকাল সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে চার বছর পর দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে বিমানে ওঠার সময় তাঁর হাতব্যাগে প্রায় ৭০ গ্রাম স্বর্ণালংকার ছিল। ব্যাগটি বড় হওয়ায় বিমানের লোকদের পরামর্শে লক করে তাঁদের হাতে দেন। তাঁরা তাঁকে একটি স্লিপ দেন। ঢাকায় বিমানবন্দরে লাগেজ পাওয়ার পর দেখেন, লক ভাঙা, চেইন খোলা। ব্যাগটি খুলে দেখেন স্বর্ণালংকারের বাক্সগুলো ফাঁকা। বাক্সগুলোতে একটা হার, দুটি চেইন, আধা ভরির ব্রেসলেট, চার সেট কানের দুল ছিল।
শিশির খান বলেন, এ ছাড়া একজনের একটি মোবাইল ফোন, আরেকজনের কিছু দামি কসমেটিকস, পারফিউম ও মেডিসিন এবং ব্রাহ্মণবাড়িয়ার ফকরুদ্দিনের একটি ২৯ গ্রামের নেকলেস, ৩ গ্রামের গলার চেইন ও তিনটি মোবাইল ফোন খোয়া গেছে। তাঁরা এ নিয়ে বিমানবন্দরে হইচই করেন, অভিযোগ করেন। তাঁরা তদন্ত করার কথা বলেছেন। মঙ্গলবার তিনি মামলা করবেন।
বিমানবন্দর থানার ওসি মো. আজিজুল হক মিঞা বলেন, তাঁরা মামলা করলে তদন্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে রোববার সন্ধ্যায় আসা চার যাত্রী বেল্ট থেকে লাগেজ নেওয়ার পর মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করেন। ঢাকায় অবতরণের পরে লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে বলে গ্রাউন্ড হ্যান্ডলিং সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। যাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সিঙ্গাপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং হযরত শাহজালাল বিমানবন্দরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৬ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৩ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে