Ajker Patrika

সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২৩: ২৩
সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু। ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র মো. আরিফ হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ সোমবার বিকেলে যাত্রাবাড়ী থানা-পুলিশ মনিরুল ইসলামকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে মনিরুল ইসলাম মনুকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছর ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাডিক্ট সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ১১৯ নম্বর আসামি মনিরুল ইসলাম মনু। ২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু। একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন হয়েছিল। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত