উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (রুয়াপ) কর্ণফুলী ভবনের লিফটে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে শাস্তি হিসেবে দুটি চড় এবং ক্ষমা চাওয়ানো হয়েছে। তবে এই ঘটনার বিচার শুধুমাত্র চড় হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে কাশফুল নামের একটি নারী ও শিশু সংগঠন।
অ্যাপার্টমেন্ট প্রকল্পের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত এ কে সিদ্দিক অপু রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কর্ণফুলী ভবনের ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক। গত বুধবার ওই কিশোরী চাচার ফ্ল্যাট থেকে ফুফুর ফ্ল্যাটে যাচ্ছিলেন। তখন অভিযুক্ত অপু ওই কিশোরীকে পেছন দিক থেকে এসে দাঁড় করান। পরে ওই কিশোরীকে অপু ভবনের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিশোরী রাজি না হয়ে লিফটে উঠে যান। এরপর অপুও লিফটে উঠে পড়েন। পরে নিচ থেকে ওপরে ওঠা সময় পর্যন্ত ওই কিশোরীকে যৌন হয়রানি করেন। পরবর্তীতে ওই কিশোরী তাঁর ফুফুকে বিষয়টি জানালে বিষয়টি জানাজানি হয়।
কিশোরীর ফুফু ভবন ম্যানেজমেন্টকে অভিযোগ দিলে ওই দিন দুপুরেই অপুর বিচার করে। বিচারে ম্যানেজমেন্ট কমিটির নাসির অভিযুক্ত অপুকে ওই কিশোরীর কাছে ক্ষমা চাওয়ান। সেই সঙ্গে অপুকে দুটি চড় মারা হয়। বিচার-সালিশিকে কেন্দ্র করে অভিযুক্ত অপু ভুক্তভোগী ও তাঁর স্বজনদের হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে আবারও গত শুক্রবার রাতে বিচার সালিস হয়। সেখানেও অপু ক্ষমা চান। কিন্তু তবুও অপুর ভয়ভীতি ও হুমকির কারণে ভুক্তভোগী এলাকা ছেড়ে দেন।
রুয়াপের বাসিন্দারা বলেন, গত তিন মাস আগে ভুক্তভোগী ওই কিশোরীর মা মারা যান। তাঁর বাবাও অসুস্থ। বর্তমানে তাঁর ফুফুর কাছে থাকতেন। ওই কিশোরী সম্মান ও হুমকি ধামকির ভয়ে থানায় কোন মামলা করেনি। এমন ঘটনায় রুয়াপ এ উত্তেজনা বিরাজ করছে। সেই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে এ ঘটনার সুষ্ঠু কোনো বিচার না হওয়ায় রুয়াপের মহিলা ও শিশু সংগঠন কাশফুল পরিবারের পক্ষ থেকে আজ রোববার সন্ধ্যায় মানববন্ধন ও মৌন মিছিল করা হয়েছে।
ওই সংগঠনের সভাপতি সায়েদা মনিরা আক্তার খান আজকের পত্রিকাকে বলেন, রুয়াপ এর কর্ণফুলী ভবনে যে ঘটনাটি ঘটেছে তা ন্যক্কারজনক। এ ঘটনার প্রতিবাদে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য আমরা মানববন্ধন করেছি। সেই সঙ্গে বিচারের দাবিতে আমরা প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ করব।
অভিযোগ প্রসঙ্গে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কর্ণফুলী ভবনের ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক এ কে সিদ্দিকী অপু আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে আমার কোন কিছু বলার নেই। আপনি যেভাবে তথ্য পেয়েছেন, সেই ভাবেই যাচাই করে নেন।
রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের পরিচালক মোজাফফর উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'বিষয়টি আমি মুঠোফোনে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (রুয়াপ) কর্ণফুলী ভবনের লিফটে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে শাস্তি হিসেবে দুটি চড় এবং ক্ষমা চাওয়ানো হয়েছে। তবে এই ঘটনার বিচার শুধুমাত্র চড় হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে কাশফুল নামের একটি নারী ও শিশু সংগঠন।
অ্যাপার্টমেন্ট প্রকল্পের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত এ কে সিদ্দিক অপু রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কর্ণফুলী ভবনের ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক। গত বুধবার ওই কিশোরী চাচার ফ্ল্যাট থেকে ফুফুর ফ্ল্যাটে যাচ্ছিলেন। তখন অভিযুক্ত অপু ওই কিশোরীকে পেছন দিক থেকে এসে দাঁড় করান। পরে ওই কিশোরীকে অপু ভবনের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিশোরী রাজি না হয়ে লিফটে উঠে যান। এরপর অপুও লিফটে উঠে পড়েন। পরে নিচ থেকে ওপরে ওঠা সময় পর্যন্ত ওই কিশোরীকে যৌন হয়রানি করেন। পরবর্তীতে ওই কিশোরী তাঁর ফুফুকে বিষয়টি জানালে বিষয়টি জানাজানি হয়।
কিশোরীর ফুফু ভবন ম্যানেজমেন্টকে অভিযোগ দিলে ওই দিন দুপুরেই অপুর বিচার করে। বিচারে ম্যানেজমেন্ট কমিটির নাসির অভিযুক্ত অপুকে ওই কিশোরীর কাছে ক্ষমা চাওয়ান। সেই সঙ্গে অপুকে দুটি চড় মারা হয়। বিচার-সালিশিকে কেন্দ্র করে অভিযুক্ত অপু ভুক্তভোগী ও তাঁর স্বজনদের হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে আবারও গত শুক্রবার রাতে বিচার সালিস হয়। সেখানেও অপু ক্ষমা চান। কিন্তু তবুও অপুর ভয়ভীতি ও হুমকির কারণে ভুক্তভোগী এলাকা ছেড়ে দেন।
রুয়াপের বাসিন্দারা বলেন, গত তিন মাস আগে ভুক্তভোগী ওই কিশোরীর মা মারা যান। তাঁর বাবাও অসুস্থ। বর্তমানে তাঁর ফুফুর কাছে থাকতেন। ওই কিশোরী সম্মান ও হুমকি ধামকির ভয়ে থানায় কোন মামলা করেনি। এমন ঘটনায় রুয়াপ এ উত্তেজনা বিরাজ করছে। সেই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে এ ঘটনার সুষ্ঠু কোনো বিচার না হওয়ায় রুয়াপের মহিলা ও শিশু সংগঠন কাশফুল পরিবারের পক্ষ থেকে আজ রোববার সন্ধ্যায় মানববন্ধন ও মৌন মিছিল করা হয়েছে।
ওই সংগঠনের সভাপতি সায়েদা মনিরা আক্তার খান আজকের পত্রিকাকে বলেন, রুয়াপ এর কর্ণফুলী ভবনে যে ঘটনাটি ঘটেছে তা ন্যক্কারজনক। এ ঘটনার প্রতিবাদে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য আমরা মানববন্ধন করেছি। সেই সঙ্গে বিচারের দাবিতে আমরা প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ করব।
অভিযোগ প্রসঙ্গে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কর্ণফুলী ভবনের ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক এ কে সিদ্দিকী অপু আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে আমার কোন কিছু বলার নেই। আপনি যেভাবে তথ্য পেয়েছেন, সেই ভাবেই যাচাই করে নেন।
রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের পরিচালক মোজাফফর উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'বিষয়টি আমি মুঠোফোনে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষক আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও যৌন হয়রানি, বিভাগীয় আসবাবপত্র জোরপূর্বক দখল, অফিস রুম দলীয় কাজে ব্যবহার, মিথ্যা তথ্য দিয়ে বিদেশি স্কলারশিপে আবেদন, সহকর্মীর সঙ্গে বাকবিতণ্ডা ও তেড়ে যাওয়া, উপ-উপাচার্যকে
৩৩ মিনিট আগেজাতীয় প্রেস ক্লাব থেকে আজ সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করে জাগপার নেতা-কর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাদের বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতা-কর্মীরা।
৪৩ মিনিট আগেহলের আরেক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, `বিজয় ফিস্ট উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে দেয়া খাবার খাওয়ার পর হলের অধিকাংশ শিক্ষার্থীর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। খাবার খাওয়ার পর অনেকের পেট ব্যাথা, পেট ফুলে যাওয়া, বমি, মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।’
১ ঘণ্টা আগেবরগুনার তালতলী উপজেলায় দুই বছর আগে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপিরই নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে