Ajker Patrika

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৯: ৫১
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে রাতে দুই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পূর্ব টোলপ্লাজা থেকে কালিহাতী উপজেলার ভাবলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।

এদিকে মহাসড়কে যানজটের কারণে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলোকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর দিয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঘুরে যেতে দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, অতিরিক্ত ঘন কুয়াশায় সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত পূর্ব ও পশ্চিম টোল প্লাজায় বুথগুলো বন্ধ রাখা হয়। পরে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন ও যানজট সৃষ্টি হওয়ায় উভয় পাড়ে ১৪টি টোল বুথের মধ্যে সেতুর পূর্ব পাড়ে দুটি ও পশ্চিমের দুটি টোল বুথ খোলা রাখা হয়। এখনো ঘন কুয়াশা থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

ঘন কুয়াশার কারণে সৃষ্টি হয়েছে এই যানজটমহাসড়কে যানজটের কবলে পড়ে বেশি বিপাকে পড়েছেন কাঁচামাল বহনকারী ট্রাকচালকেরা। চালকেরা জানান, কুয়াশা বেশি হলেই সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় গাড়ি বন্ধ থাকায় তারা ঘুমিয়ে পড়েন। অনেকেই এলোমেলোভাবে গাড়ি রেখে সড়ক আটকে রাখেন। এ ছাড়া সকালের দিকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়।

কালিহাতী উপজেলার ভাবলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এই যানজটবঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরেই ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় সকালের দিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত মহাসড়কে পরিবহনের দীর্ঘ লাইন রয়েছে। মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত