কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন স্থানীয় ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং মেয়ে রাকা খাতুন (১৪)।
আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনজনকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে। ঘরের ভেতরের আসবাব ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। তবে কেউ পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনও লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে।
ভুক্তভোগী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে সবাইকে অচেতন অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফেরেনি।
এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা এখনো অচেতন থাকায় কী কী মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আমরা জানালার গ্রিল কাটা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন স্থানীয় ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং মেয়ে রাকা খাতুন (১৪)।
আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনজনকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে। ঘরের ভেতরের আসবাব ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। তবে কেউ পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনও লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে।
ভুক্তভোগী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে সবাইকে অচেতন অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফেরেনি।
এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা এখনো অচেতন থাকায় কী কী মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আমরা জানালার গ্রিল কাটা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন— মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং তাঁদের সহযোগী আসাদ (৩০)।
৪৪ মিনিট আগেআজ সকাল আটটা থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা-গোপালগঞ্জ রুটের হামিরদি বাসস্ট্যান্ড, সোয়াদি, মনসুরাবাদে এই অবরোধ শুরু করে স্থানীয় জনতা। এতে ভাঙ্গার উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২ টা পর্যন্ত (এই প্রতিবেদন লেখার সময়) অবরোধ চলতে থাকে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গত সোমবার ও মঙ্গলবার (১ ও ২ সেপ্টেম্বর) নৃত্যময়’র অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ‘ক’-গ্রুপে ৪ থেকে ১১ বছর বয়সী শিশুদের একক ও দলীয় লোকনৃত্য এবং একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্ববোধক নৃত্য, ‘খ’-গ্রুপে ১২ থেকে ১৬ বছর বয়সীদের একক ও দলীয় লোকনৃত্য এবং একক সাধারণ নৃত্য ও দলীয়
১ ঘণ্টা আগেমোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় থেকেও হাসপাতালের ভেতরেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক হিন্দু যুগল। এমন বিরল এক দৃশ্যের সাক্ষী হয়েছে মানিকগঞ্জ ফিরোজা বেগম জেনারেল হাসপাতাল। ব্যতিক্রমী এই বিয়ের ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ ফেসবুকে সরাসরি সম্প্রচার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
১ ঘণ্টা আগে