ঢামেক প্রতিবেদক
রাজধানীর গুলশানে প্রাইভেট কারে সিএনজি অটোরিকশার ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে তর্কে জড়ান দুই গাড়ির চালক। একপর্যায়ে অটোরিকশার সামনের গ্লাসে ঘুষি মারেন প্রাইভেট কারের চালক আবু হানিফ রানা (৩৫)। এতে তিনি আহত হন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রানার বড় বোন রোখসানা সুলতানা বলেন, তাঁদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামে। বাবার নাম মৃত শেখ হাসান। রানা গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেট কারের চালক ছিলেন। ওই প্রতিষ্ঠানেই থাকতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান গ্রামের বাড়িতে থাকেন।
রোখসানা সুলতানা আরও বলেন, দুপুরে রানার ফোন থেকে তিনি সংবাদ পান, গুলশান-১-এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তখন তিনি ওই হাসপাতালে গিয়ে রানাকে আহত অবস্থায় দেখতে পান। সেখান থেকে রানাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় প্রাইভেট কারেই ছিলেন রানার সহকর্মী আলমগীর হোসেন। তিনি বলেন, গুলশান-১-এ উল্টো পথে আসা একটি সিএনজি এসে প্রাইভেট কারে ধাক্কা দেয়। তখন রানা গাড়ি থেকে নেমে সিএনজিচালকের কাছে জানতে চান, ব্রেক না করে কেন গাড়িতে ধাক্কা দিয়েছে। কথা-কাটাকাটির একপর্যায়ে রানা সিএনজির সামনের গ্লাসে ঘুষি মারেন। এতে রানার হাত কেটে যায়। তাঁকে স্থানীয় ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে এসেছি। ঘটনাস্থলের সিসি ফুটেজে দেখা যায়, দুপুরে গুলশান অ্যাভিনিউ থেকে ৩২ নম্বর রোডের দিকে যাওয়ার সময় একটি সিএনজি প্রাইভেট কারের সামনে ধাক্কা দেয়। এরপর চালক রানা বাইরে বের হয়ে সিএনজির সামনে দাঁড়িয়ে কেন এমন করল জিজ্ঞাসা করেন এবং সিএনজির সামনের গ্লাসে ঘুষি মারেন। এতে রানার হাত কেটে রক্ত ঝরতে থাকে। তখন ঢাকা মেডিকেলে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
সোহেল রানা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর গুলশানে প্রাইভেট কারে সিএনজি অটোরিকশার ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে তর্কে জড়ান দুই গাড়ির চালক। একপর্যায়ে অটোরিকশার সামনের গ্লাসে ঘুষি মারেন প্রাইভেট কারের চালক আবু হানিফ রানা (৩৫)। এতে তিনি আহত হন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রানার বড় বোন রোখসানা সুলতানা বলেন, তাঁদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামে। বাবার নাম মৃত শেখ হাসান। রানা গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেট কারের চালক ছিলেন। ওই প্রতিষ্ঠানেই থাকতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান গ্রামের বাড়িতে থাকেন।
রোখসানা সুলতানা আরও বলেন, দুপুরে রানার ফোন থেকে তিনি সংবাদ পান, গুলশান-১-এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তখন তিনি ওই হাসপাতালে গিয়ে রানাকে আহত অবস্থায় দেখতে পান। সেখান থেকে রানাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় প্রাইভেট কারেই ছিলেন রানার সহকর্মী আলমগীর হোসেন। তিনি বলেন, গুলশান-১-এ উল্টো পথে আসা একটি সিএনজি এসে প্রাইভেট কারে ধাক্কা দেয়। তখন রানা গাড়ি থেকে নেমে সিএনজিচালকের কাছে জানতে চান, ব্রেক না করে কেন গাড়িতে ধাক্কা দিয়েছে। কথা-কাটাকাটির একপর্যায়ে রানা সিএনজির সামনের গ্লাসে ঘুষি মারেন। এতে রানার হাত কেটে যায়। তাঁকে স্থানীয় ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে এসেছি। ঘটনাস্থলের সিসি ফুটেজে দেখা যায়, দুপুরে গুলশান অ্যাভিনিউ থেকে ৩২ নম্বর রোডের দিকে যাওয়ার সময় একটি সিএনজি প্রাইভেট কারের সামনে ধাক্কা দেয়। এরপর চালক রানা বাইরে বের হয়ে সিএনজির সামনে দাঁড়িয়ে কেন এমন করল জিজ্ঞাসা করেন এবং সিএনজির সামনের গ্লাসে ঘুষি মারেন। এতে রানার হাত কেটে রক্ত ঝরতে থাকে। তখন ঢাকা মেডিকেলে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
সোহেল রানা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
৭ মিনিট আগেনওগাঁর মান্দায় সৎমায়ের নির্যাতন সইতে না পেরে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে প্ররোচনার মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন মারা যাওয়া স্কুলছাত্রীর মা রুমালি আক্তার।
১৫ মিনিট আগেদেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
২৪ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
২৭ মিনিট আগে