Ajker Patrika

জিয়াউর রহমান ইনডেমনিটির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিয়াউর রহমান ইনডেমনিটির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল: পরিকল্পনামন্ত্রী

জিয়াউর রহমান ইনডেমনিটির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

এম এ মান্নান বলেন, দায়মুক্তির বিষয়টি আমার কাছে অস্বস্তিকর। ইনডেমনিটির মাধ্যমে দায়মুক্তি কোথাও হয়েছে কি না, আমার জানা নেই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় টেলিফোন করে বলা হয়েছে মৃত্যু হয়েছে কি না? এরপর নির্বাহী আদেশে দায়মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা পৃথিবীর আর কোথাও হয়েছে বলে মনে হয় না। 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা ও তারপর সামরিক শাসনের মাধ্যমে এ দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা হত্যাকারীদের বিচার করে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি কোনো নির্বাহী আদেশ দিয়ে নয়, আইন করে বিচার করেছেন। 

অন্যায় ও অপরাধকে সমর্থন না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, তাদের উচিত কোনো অন্যায় ও অপরাধের সমর্থন না দেওয়া। প্রগতিশীল সাংবাদিকেরা আর যেন এমন কোন আইন না হতে পারে সে বিষয়ে সর্বাত্মক সহায়তা করবেন। 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত