Ajker Patrika

বিমানবন্দরে আমেরিকার ১৮টি ব্রাহমা গরু জব্দ

বিমানবন্দর প্রতিবেদক, ঢাকা 
আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২: ০০
বিমানবন্দরে আমেরিকার ১৮টি ব্রাহমা গরু জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে আগত ১৮টি ব্রাহমা জাতের গরু জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। 

গতকাল সোমবার আমেরিকা থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ কার্গো বিমানে আগত ওই গরুগুলো জব্দ করা হয়। 

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমেরিকা থেকে একটি বিশেষ কার্গো বিমানে আগত ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করা হয়েছে। এসব গরু মোহাম্মদপুরের সাদেক এগ্রো নামের একটি ফার্মের চালানে আনা হয়েছিল।

ওই কর্মকর্তা বলেন, চালানটিতে কাস্টমস–সংক্রান্ত কোনো বিল সাবমিট করেনি ফার্ম কর্তৃপক্ষ। সেই সঙ্গে নন অবজেকশন ক্লিয়ারেন্সপত্রও দেখাতে পারেনি তারা।

অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করা হলে তারা জানায়, বাংলাদেশে আমেরিকার ব্রাহমা গরুর কোনো অনুমোদন নেই।

এ ঘটনায় আটক হওয়া ১৮টি ব্রাহমা গরু জব্দ করে প্রাণিসম্পদ অধিদপ্তরে দেওয়া হবে বলেও জানিয়েছেন কাস্টমসের ওই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত