Ajker Patrika

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১১: ১২
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০

ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিকস কারখানার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ধামরাই উপজেলার কাউলিপাড়া-কালামপুর আঞ্চলিক সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ধামরাইয়ের মধুডাঙা এলাকার মো. বাছের মোল্লার মেয়ে আকলিমা আক্তার (৩৫), একই এলাকার আমির মোল্লার মেয়ে ছুরিয়া আক্তার (৩০)।

জানা যায়, সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিকবাহী বাস ভোরে শ্রমিক নিয়ে কারখানায় আসার সময় খাগুর্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। 

প্রতীক সিরামিকসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) আকরাম হোসেন সরকার বলেন, ৪০ জন শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে বাসটি কাউলিপাড়া-কালামপুর সড়ক হয়ে কারখানার দিকে আসছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুজন শ্রমিক নিহত হয়। অনেকেই আহত হয়েছেন। 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ভোরে প্রতীক সিরামিকসের শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে দুজন মারা গেছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জনের মতো। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হচ্ছে। বাকি তথ্য পরে দিতে পারব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত