Ajker Patrika

পুলিশি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ, এমএসএফের উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৩: ০৫
পুলিশি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ, এমএসএফের উদ্বেগ প্রকাশ

লালমনিরহাটে বৈশাখী মেলা থেকে জুয়া খেলার অভিযোগে আটকের পর পুলিশি হেফাজতে রবিউল খান (২৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয়দের ভাষ্যমতে, সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকার বৈশাখী মেলায় জুয়া খেলা চলছিল এমন খবরে পুলিশ মেলায় অভিযান চালালে জুয়াড়িরা দিগ্‌বিদিক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মেলায় ঘুরতে আসা শ্রী পোল্লাদ মেকার ও রবিউল ইসলাম নামে দুই যুবককে আটক করে। এ সময় পুলিশ আটক দুজনকে ভ্যানে ওঠানোর চেষ্টা করলে রবিউল ভ্যানে উঠতে রাজি হননি। পরে পুলিশ তাঁকে বেদম মারপিট ও লাথি মারতে থাকে। এতে রবিউল সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তাঁকে পাঁজাকোলা করে ভ্যানে তুলে থানায় নিয়ে আসে। 

এলাকাবাসী জানান, আটকের পরই পুলিশ রবিউলকে প্রচণ্ড মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। রবিউলের স্বজনদের অভিযোগ, পুলিশের অমানুষিক নির্যাতনে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়েছে। এদিকে রবিউলের মৃত্যুর খবরে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে নির্যাতনকারী পুলিশকে দ্রুত আইনের আতায় আনার দাবিতে রাত ২টার পর থেকে উপজেলার মহেন্দ্রনগরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে। ভোর ৪টার দিকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। 

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, আটক অবস্থায় পুলিশের হেফাজতে নির্যাতন ও মৃত্যুর বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হেফাজতে থাকা যেকোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করাও পুলিশের আইনি দায়িত্ব। পাশাপাশি পুলিশের জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতা। এমএসএফ আটক অবস্থায় রবিউলের মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত