Ajker Patrika

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) শিশু ও নারীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সম্প্রতি এ ধরনের সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সংস্থাটি ক্ষোভ প্রকাশ করেছে।

সংস্থাটি মনে করে, মেয়েরা যৌন হামলার আশঙ্কায় বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব কথা জানায়। এ সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে তারা।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রতিদিন আমরা ধর্ষণ এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে অন্য ধরনের সহিংসতার খবর পড়ি, এমনকি শিশুরাও এ থেকে রেহাই পাচ্ছে না। ঢাকা-রাজশাহী বাসে ধর্ষণের সাম্প্রতিক ঘটনাটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রকাশ্য স্থানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি প্রয়োজনকে তুলে ধরে।’

এমজেএফের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘কয়েক মাস ধরে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েছি। দুর্ভাগ্যবশত, আমরা কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখিনি; বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যেখানে নারী ও মেয়েরা যৌন হামলার ভয়ে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে এমজেএফ সমাজের সব স্তরের মানুষ, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে একত্র হয়ে জবাবদিহি ও ন্যায়বিচারের দাবিতে তাদের কণ্ঠস্বর তুলে ধরার আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত