বিশেষ প্রতিনিধি, ঢাকা
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রায় ১৫ ঘণ্টা আটকে আছে দুবাই বিমানবন্দরে। এ দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করছেন ২৬৮ জন যাত্রী। এ সময় যাত্রীদের জন্য কোনো হোটেল বা যাত্রীদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করেনি বিমান।
এ ঘটনায় দুবাই বিমানবন্দরে হট্টগোল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা। যাত্রীদের অধিকাংশই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাদের অনেকেরই আবার ঢাকা থেকে বিভিন্ন জেলার কানেকটিং টিকিট কাটা ছিল বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বিমানের বিজি-৩৪৮ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফটটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে থাকতে হয়েছে। ফ্লাইটে মোট ২৬৮ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রীরা ওঠার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তিনি বলেন, ‘দুবাইয়ের প্রকৌশলীরা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতিমধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে।’
তাহেরা খন্দকার বলেন, বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ এ করে ঢাকায় ফেরার কথা থাকা ২৬৮ জন যাত্রী বর্তমানে দুবাই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন।
বিমানের এই কর্মকর্তা বলেন, ‘তাদের সকালের নাশতা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করতে পারিনি। মেরামতের পর হালনাগাদ সময়সূচি অনুযায়ী তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।’
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রায় ১৫ ঘণ্টা আটকে আছে দুবাই বিমানবন্দরে। এ দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করছেন ২৬৮ জন যাত্রী। এ সময় যাত্রীদের জন্য কোনো হোটেল বা যাত্রীদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করেনি বিমান।
এ ঘটনায় দুবাই বিমানবন্দরে হট্টগোল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা। যাত্রীদের অধিকাংশই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাদের অনেকেরই আবার ঢাকা থেকে বিভিন্ন জেলার কানেকটিং টিকিট কাটা ছিল বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বিমানের বিজি-৩৪৮ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফটটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে থাকতে হয়েছে। ফ্লাইটে মোট ২৬৮ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রীরা ওঠার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তিনি বলেন, ‘দুবাইয়ের প্রকৌশলীরা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতিমধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে।’
তাহেরা খন্দকার বলেন, বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ এ করে ঢাকায় ফেরার কথা থাকা ২৬৮ জন যাত্রী বর্তমানে দুবাই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন।
বিমানের এই কর্মকর্তা বলেন, ‘তাদের সকালের নাশতা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করতে পারিনি। মেরামতের পর হালনাগাদ সময়সূচি অনুযায়ী তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।’
প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন...
২২ মিনিট আগেকিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মো. সহিদুল আলম শহীদ সভাপতি এবং বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১২টার দ
২৪ মিনিট আগেপটুয়াখালীতে আগুনে পাঁচ বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শহরের জুবিলী স্কুল সড়কের মনসা মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যারা রাজনৈতিক সচেতন, তাঁদের প্রত্যেকের এ দায় রয়েছে। তাঁরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, সে স্বপ্ন
৩৫ মিনিট আগে