Ajker Patrika

সাবেক হাইকমিশনার খাইরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক হাইকমিশনার খাইরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

অনিয়মের মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খাইরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সংস্থাটির উপপরিচালক আনোয়ারুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ বিভাগ এ বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, এম খাইরুজ্জামান ২০০৭ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। হাইকমিশনার হিসেবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৯১৩ টাকা আত্মসাৎ করেন। আত্মসাতের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক চিফ অ্যাকাউন্টস অফিসার মো. মনোয়ারুল ইসলামের নেতৃত্বে গঠিত দুই সদস্য বিশিষ্ট কমিটির বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়েছে। 

তদন্তে শিক্ষা ভাতা বাবদ ৮ লাখ ৯৭ হাজার ৪০৮ টাকা, ভ্রমণ না করে ৪টি ভাউচারের মাধ্যমে অগ্রিম হিসেবে ১০ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকা, চিলড্রেন এয়ার প্যাসেজ বাবদ ২ লাখ ৮৪ হাজার ১৪৫ টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এসি মেরামত, স্ত্রীর ভ্রমণ ব্যয়, ড্রাইভারকে অধিকাল ভাতা বাবদ, মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার, এন্টারটেইনমেন্ট, টেলিফোন ও ফ্যাক্স, বৈদেশিক ভাতা, গিফট ও এন্টারটেইনমেন্ট, জমি ক্রয়সহ সর্বমোট ১ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৯১৩ টাকা আত্মসাতের প্রমাণ পায় তদন্ত কমিটি।

এর পর, গত ৫ এপ্রিল সাবেক এই হাইকমিশনারের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার উপপরিচালক আনোয়ারুল হক দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ মামলা দায়ের করেন। 

বাংলাদেশের অনুরোধে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক হাইকমিশনার এম খাইরুজ্জামানকে মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালত তাঁকে ছেড়ে দিতে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এক যুগের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত