Ajker Patrika

ডা. তারেক রেজার মানহানিকর ভিডিও অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ২৭
ডা. তারেক রেজার মানহানিকর ভিডিও অপসারণের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলীকে নিয়ে প্রচার করা মানহানিকর ভিডিও অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি কানাডা থেকে পরিচালিত আইপিটিভি নাগরিক টিভিতে ১৮ ডিসেম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা মানহানিকর ভিডিও অপসারণ ও প্রচার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিটিআরসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

গত ২৯ ডিসেম্বর বিটিআরসিকে সংশ্লিষ্ট ভিডিওটি অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বিটিআরসি কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট করা হয়। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুমাইয়া বিনতে আজিজ। তিনি বলেন, ডা. তারেক রেজা আলী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। তিনি চক্ষু বিশেষজ্ঞ এবং গত ৩৫ বছর ধরে চিকিৎসা দিয়ে আসছেন। 

সুমাইয়া বিনতে আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র তারেক রেজা আলীকে নানাভাবে হয়রানি করে আসছিল। তারা তাঁর কাছ থেকে টাকা দাবি করেছিল। টাকা না দিলে নারীঘটিত কেলেঙ্কারিতে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করার হুমকি দেওয়া হয়। তিনি টাকা না দিলে কানাডা থেকে বেআইনিভাবে পরিচালিত নাগরিক টিভি নামের একটি আইপিটিভি ও এবিসি নিউজ পোর্টাল নামের আরেকটি চ্যানেল থেকে এ অপপ্রচার চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত