নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর ডোমার উপজেলায় স্কুলছাত্র ও অটোরিকশা চালক আরিফ হোসেন (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার ভোর ৪টায় ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন-কহিনুর ইসলাম ওরফে রুবেল (৪০) ও আলমগীর হোসেন ওরফে আলম (৪০)।
মুক্তা ধর জানান, গত ১৯ আগস্ট বিকেলে বাবার অটোরিকশাসহ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আরিফ নিখোঁজ হয়। ২৬ আগস্ট সকালে ডোমারের বড় রাউতা মাঝাপাড়া এলাকার একটি অব্যবহৃত গভীর নলকূপের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলার ছায়া তদন্তে নেমে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত রুবেল ও আলমের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মুক্তা ধর জানান, চলতি বছরের গত ১৯ আগস্ট রাতে দুই সহযোগীসহ ডোমার কলেজ গেটের পাশে মাদ্রাসা মোড় থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা এলাকায় যাওয়ার জন্য ১৫০ টাকা ভাড়ায় যাত্রীবেশে ভিকটিম আরিফ হোসেনের অটোরিকশায় ওঠেন রুবেল ও আলম। তারা বিভিন্ন স্থানে ঘুরে উপজেলার দোলাবাড়ী এলাকার নির্জন স্থানে যাওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে অটোরিকশাটি থামায়। তখন অটোতে থাকা রুবেল ও তার সহযোগী আরিফকে জোর করে অটো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আরিফ বাঁধা দিলে তাকে মারধর করে অচেতন করা হয়। পরে ধারালো চাকু দিয়ে আরিফের গলায় আঘাত করে হত্যা করো হয়। পরে আরিফের মৃতদেহের পাশে অব্যবহৃত গভীর নলকূপের ঘরে মরিচের শুকনা গাছ দিয়ে ঢেকে রেখে অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
সিআইডির এই বিশেষ পুলিশ সুপার জানান, আরিফকে হত্যা করে ছিনতাই করা অটোরিকশাটি রুবেল তার বন্ধু আলমগীরের সহযোগিতায় তার এক আত্মীয়ের কাছে ৪৫ হাজার টাকায় বিক্রি করেন।
সিআইডি জানায়, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে ডোমার থানার একটি চুরি মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। আর আলমগীরের বিরুদ্ধে নীলফামারীর বিভিন্ন থানায় দস্যুতা ও চুরির ৬টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
নীলফামারীর ডোমার উপজেলায় স্কুলছাত্র ও অটোরিকশা চালক আরিফ হোসেন (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার ভোর ৪টায় ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন-কহিনুর ইসলাম ওরফে রুবেল (৪০) ও আলমগীর হোসেন ওরফে আলম (৪০)।
মুক্তা ধর জানান, গত ১৯ আগস্ট বিকেলে বাবার অটোরিকশাসহ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আরিফ নিখোঁজ হয়। ২৬ আগস্ট সকালে ডোমারের বড় রাউতা মাঝাপাড়া এলাকার একটি অব্যবহৃত গভীর নলকূপের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলার ছায়া তদন্তে নেমে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত রুবেল ও আলমের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মুক্তা ধর জানান, চলতি বছরের গত ১৯ আগস্ট রাতে দুই সহযোগীসহ ডোমার কলেজ গেটের পাশে মাদ্রাসা মোড় থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা এলাকায় যাওয়ার জন্য ১৫০ টাকা ভাড়ায় যাত্রীবেশে ভিকটিম আরিফ হোসেনের অটোরিকশায় ওঠেন রুবেল ও আলম। তারা বিভিন্ন স্থানে ঘুরে উপজেলার দোলাবাড়ী এলাকার নির্জন স্থানে যাওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে অটোরিকশাটি থামায়। তখন অটোতে থাকা রুবেল ও তার সহযোগী আরিফকে জোর করে অটো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আরিফ বাঁধা দিলে তাকে মারধর করে অচেতন করা হয়। পরে ধারালো চাকু দিয়ে আরিফের গলায় আঘাত করে হত্যা করো হয়। পরে আরিফের মৃতদেহের পাশে অব্যবহৃত গভীর নলকূপের ঘরে মরিচের শুকনা গাছ দিয়ে ঢেকে রেখে অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
সিআইডির এই বিশেষ পুলিশ সুপার জানান, আরিফকে হত্যা করে ছিনতাই করা অটোরিকশাটি রুবেল তার বন্ধু আলমগীরের সহযোগিতায় তার এক আত্মীয়ের কাছে ৪৫ হাজার টাকায় বিক্রি করেন।
সিআইডি জানায়, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে ডোমার থানার একটি চুরি মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। আর আলমগীরের বিরুদ্ধে নীলফামারীর বিভিন্ন থানায় দস্যুতা ও চুরির ৬টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৭ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৮ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে