Ajker Patrika

৩০ শতাংশ কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে সন্তানদের সমাবেশ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২: ৩২
৩০ শতাংশ কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে সন্তানদের সমাবেশ

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযুদ্ধ মঞ্চ ও শহীদ সন্তান-৭১-এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা ১৮ সালের পরিপত্র বাতিল করার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানান। একই সঙ্গে যত দিন কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করবেন, তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। 

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। যারা অবমাননা করছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ১৮ সালের যে অবৈধ পরিপত্র ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করেছে, সেটা বাতিল করে নতুন পরিপত্র জারি করতে হবে। নতুন পরিপত্রে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।’ 

মুক্তিযুদ্ধ মঞ্চ অপর এক অংশের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধা ও তাঁর সন্তানেরা কয়েক বছর ছাড়া কোনো সুযোগ-সুবিধা পাননি। এখন হাইকোর্ট যে পরিপত্র বাতিল করেছেন, সেটার জন্য মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। এখন নতুনভাবে রিট হয়েছে। দাবি উঠেছে সংস্কারের, কিন্তু আমাদের দাবি হল ৩০ শতাংশ বহালের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত