নারায়ণগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একাদশ শ্রেণিপড়ুয়া এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার ভোরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ধারণা করা হচ্ছে, সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত সে আত্মহত্যা করেছে।
মৃত কলেজছাত্রের নাম ইমন খন্দকার (১৭)। সে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার ইলিয়াস খন্দকারের ছেলে। ইমন রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমন। এর আগে, রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে নিজের বেশ কয়েকটি ছবি আপলোড করে তাতে ক্ষমা চেয়ে আত্মহত্যা করার ইঙ্গিত দেয় সে।
স্ট্যাটাসে সে লিখে, ‘আমাকে সবাই মাফ করে দিয়েন যদি কারও কাছে ভুল করে থাকি। মামা, আপনি আমার মা আর বোনরে দেইখেন। লা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লা সাঃ।’
নিহত ব্যক্তির পরিবার জানায়, কয়েক মাস আগে ইমনের বাবা ইলিয়াছ খন্দকার কাউকে না জানিয়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর মা ও বোনের দায়িত্ব এসে পড়ে ইমনের ওপর। সংসারের হাল ধরতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করে সে। কিছুদিন পর সেই রিকশাটিও চুরি হয়ে যায়। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ইমন। আজ মঙ্গলবার সাহ্রির পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
সকালে ইমনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তার পরিবার। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় দুপুর ১২টায়। পরে তার মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে ছেলেটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একাদশ শ্রেণিপড়ুয়া এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার ভোরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ধারণা করা হচ্ছে, সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত সে আত্মহত্যা করেছে।
মৃত কলেজছাত্রের নাম ইমন খন্দকার (১৭)। সে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার ইলিয়াস খন্দকারের ছেলে। ইমন রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমন। এর আগে, রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে নিজের বেশ কয়েকটি ছবি আপলোড করে তাতে ক্ষমা চেয়ে আত্মহত্যা করার ইঙ্গিত দেয় সে।
স্ট্যাটাসে সে লিখে, ‘আমাকে সবাই মাফ করে দিয়েন যদি কারও কাছে ভুল করে থাকি। মামা, আপনি আমার মা আর বোনরে দেইখেন। লা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লা সাঃ।’
নিহত ব্যক্তির পরিবার জানায়, কয়েক মাস আগে ইমনের বাবা ইলিয়াছ খন্দকার কাউকে না জানিয়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর মা ও বোনের দায়িত্ব এসে পড়ে ইমনের ওপর। সংসারের হাল ধরতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করে সে। কিছুদিন পর সেই রিকশাটিও চুরি হয়ে যায়। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ইমন। আজ মঙ্গলবার সাহ্রির পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
সকালে ইমনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তার পরিবার। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় দুপুর ১২টায়। পরে তার মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে ছেলেটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
১৬ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৩৩ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৩৬ মিনিট আগে