Ajker Patrika

উপজেলা চেয়ারম্যান পদে এমপি শাজাহান খানের ছেলের জয়লাভ

মাদারীপুর প্রতিনিধি
Thumbnail image

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন প্রার্থী আসিবুর রহমান খান। 

আজ বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলায় আনারস প্রতীক নিয়ে মো. আসিবুর রহমান খান ৭৫ হাজার ৫৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩০৩ ভোট। 

আসিবুর রহমান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে। তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য। অপরদিকে পরাজিত প্রার্থী মোটরসাইকেল প্রতীকের পাভেলুর রহমান শফিক খান হচ্ছেন এমপি শাজাহান খানের চাচাতো ভাই। 

এ ছাড়াও বিদায়ী চেয়ারম্যান হচ্ছে শাজাহান খানের আপন ছোট ভাই অ্যাড. ওবাইদুর রহমান খান। 

এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের মনিরুল ইসলাম ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতীকের ফারিয়া হাছান রাখি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত