Ajker Patrika

অবসরের ৩ বছর পর নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা, রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবদক, ঢাকা 
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২২: ১৫
অবসরের ৩ বছর পর নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা, রায় যেকোনো দিন

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিধান প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, তানিয়া আমীর ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১২(১) চ ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এই বিধান চ্যালেঞ্জ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামালসহ কয়েকজন হাইকোর্টে রিট করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত