Ajker Patrika

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন ডা. জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জোবাইদা রহমান। ফাইল ছবি
জোবাইদা রহমান। ফাইল ছবি

সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রাখার ধারাবাহিকতায় আবার ধানমন্ডির সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের আশ্রয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরভি’ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। আজ মঙ্গলবার দুপুরে তিনি সুরভি প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানটির শিশু-কিশোররা তাঁকে প্রাণভরে স্বাগত জানায়।

ডা. জোবাইদা রহমান গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই শিশুদের উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। এই পরিদর্শন ছিল ডা. জুবাইদা রহমানের জন্য অনেকটা আবেগময়। কারণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নত জীবন নিশ্চিত করার উদ্দেশ্যে ১৯৭৯ সালে সুরভি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানু।

এরপর জোবাইদা রহমান সুরভির ক্লাসরুম পরিদর্শন করেন ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিবিড়ভাবে কথা বলেন। তিনি তাদের সঙ্গে নানা গল্প-গুজব করেন ও সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহেরসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে ৬ মে দেশে ফেরার পরপরই তিনি সুরভি পরিদর্শন করেন। সেবারও শিশুদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজহারুলের খালাসের রায়ের পর ব্যারিস্টার জ্যোতির্ময় বললেন, প্রহসনের সাক্ষী হয়েছি

রাস্তায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবক বলছিলেন, ‘মেয়েটা আমার জীবন শেষ করে দিয়েছে’

সুব্রত বাইন বরিশালের বাড়িতেও গিয়েছেন, গ্রেপ্তারে স্বজনদের স্বস্তি

ডিএনসিসির প্রশাসক এজাজের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল সেনাবাহিনী

৫ আগস্টের পর গাজীপুরের বাড়িতে আসেন সুব্রত বাইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত