মানিকগঞ্জ প্রতিনিধি
লিভারজনিত অসুস্থতায় মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী সজল হোসেন বলেন, কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম দীর্ঘদিন লিভারজনিত রোগে ভুগছিলেন। ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ওই দিনই তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁর অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ আসর সিঙ্গাইর উপজেলার জয়মন্টব এলাকায় বাউল কমপ্লেক্স প্রাঙ্গণে প্রয়াত স্বামী মধু বয়াতির পাশেই তাঁকে দাফন করা হবে।
এদিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।
লিভারজনিত অসুস্থতায় মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী সজল হোসেন বলেন, কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম দীর্ঘদিন লিভারজনিত রোগে ভুগছিলেন। ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ওই দিনই তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁর অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ আসর সিঙ্গাইর উপজেলার জয়মন্টব এলাকায় বাউল কমপ্লেক্স প্রাঙ্গণে প্রয়াত স্বামী মধু বয়াতির পাশেই তাঁকে দাফন করা হবে।
এদিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৪০ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৪১ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪৩ মিনিট আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে