Ajker Patrika

প্রয়াণ দিবসে জাবিতে মঞ্চস্থ সেলিম আল দীনের ‘স্বর্ণবোয়াল’ 

জাবি প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৯: ৩৮
প্রয়াণ দিবসে জাবিতে মঞ্চস্থ সেলিম আল দীনের ‘স্বর্ণবোয়াল’ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকার সেলিম আল দীনের ১৬তম প্রয়াণ দিবসে মঞ্চস্থ হয়েছে তাঁর রচিত নাটক ‘স্বর্ণবোয়াল’। আজ শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক।

এর আগে সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম। এ সময় নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়েত আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে ফাহমিদা নবী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সেলিম আল দীনের গান পরিবেশন করা হয়। 

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে অমর একুশের পাদদেশ থেকে স্মরণ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। 

এ ছাড়া সকাল থেকেই সেলিম আল দীনের সমাধিস্থলে ভক্ত ও সাংস্কৃতিক কর্মীরা জড়ো হতে থাকেন। পরে একে একে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, ভোর হলো, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা। 

পরে বেলা ৩টার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘শেষ নাহি যে’ শীর্ষক সেমিনার হয়। সেমিনারে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমানের উপস্থাপনায় সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবদুস সেলিম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত