Ajker Patrika

ইউক্রেনে আটকে রয়েছে আরও ৭০০ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী  

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ইউক্রেনে আরও ৭০০ বাংলাদেশি আটকে রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান তিনি।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন থেকে চার শতাধিক বাংলাদেশি নাগরিক পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ায় আশ্রয় নিয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে থাকবে। আজ এ সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়ে যেতে পারে। তবে ইউক্রেনে এখনো ৭০০ বাংলাদেশি আটকা পড়েছেন।’
 
ইউক্রেনে আটকা পড়াদের দেশে ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে সরকার কাজ করছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘যারা ইউক্রেনে আটকা পড়েছেন তাদের নিরাপদ অবস্থানে নিতে আইওএম আমাদের সহযোগিতা করবে। ইউক্রেন থেকে অন্য দেশে প্রত্যাবর্তন করা বাংলাদেশিদের দেশে ফেরানোর ক্ষেত্রেও আইমওএম সহযোগিতা করবে।’
 
ইউক্রেন থেকে তিন দেশে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের মধ্যে বেশির ভাগই দেশে ফিরতে রাজি নয় বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জনের ওপরে দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বেশির ভাগই দেশে ফিরতে রাজি না। যারা দেশে ফিরতে চায়, তাদের ফেরাতে একটু সময় লাগবে।’
 
এদিকে, রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউক্রেন থেকে পোল্যান্ড বর্ডার দিয়ে এখন পর্যন্ত দেশটিতে আশ্রয় নিয়েছেন ৪০০ জন বাংলাদেশি, এদের মধ্যে ৪৬ জন পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থায় অস্থায়ী আশ্রয়ে রয়েছেন। অন্যদিকে হাঙ্গেরিতে ১৫ জন এবং রোমানিয়ায় তিনজন বাংলাদেশি আশ্রয় নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত