Ajker Patrika

শিক্ষার্থীকে যৌন হয়রানি, ঢাবি শিক্ষকের পদোন্নতি ৩ বছরের জন্য স্থগিত

ঢাবি প্রতিনিধি
শিক্ষার্থীকে যৌন হয়রানি, ঢাবি শিক্ষকের পদোন্নতি ৩ বছরের জন্য স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ বিভাগের চতুর্থ বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকীর পদোন্নতি ৩ বছরের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিন্ডিকেট। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ড. সাজ্জাদ সিদ্দিকীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে সেটি অনুষদে কমিটি করে বিশ্লেষণ ও পর্যালোচনা করে একটি প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন বিরোধী সেলে পাঠানো হয়। পরবর্তীতে যৌন নির্যাতন বিরোধী সেল ৩ বছরের পদোন্নতি স্থগিত ও পদাবনতির সুপারিশ করলে সিন্ডিকেট ৩ বছর পদোন্নতি স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করে। 

তিনি আরও বলেন, এখন তিনি (ড. সাজ্জাদ) সহযোগী অধ্যাপক হিসেবে রয়েছেন, যখন তার অধ্যাপক হওয়ার সময় পূর্ণ হবে তখন থেকে ৩ বছর পর্যন্ত কোনো পদোন্নতি পাবে না। 

উল্লেখ্য, গত ২০২১ সালের ডিসেম্বর মাসে ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে বিভাগের চতুর্থ বর্ষের এক নারী শিক্ষার্থী। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগের কপি ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টা বরাবরও পাঠানো হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্লেষণ করার জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমকে দায়িত্ব দেন উপাচার্য। ডিন কমিটি করে বিষয়টির বিশ্লেষণ করে যৌন নির্যাতন বিরোধী সেলে রিপোর্ট জমা দেয়। যৌন নির্যাতন বিরোধী সেল তদন্ত করে সিন্ডিকেটে সুপারিশ করলে সিন্ডিকেট ৩ বছরের জন্য পদোন্নতি স্থগিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত