গোপালগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে গোপালগঞ্জে বইছে উৎসবের হাওয়া। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।
ইতিমধ্যে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। কর্মীদের দিন কাটছে আলোচনা ও সমালোচনার মধ্যে। সবাই প্রতীক্ষায় আছেন কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তবে ত্যাগী, দু: সময়ের কান্ডারি আর কর্মী বান্ধবদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি কর্মীদের। জেলা আওয়ামী লীগের আয়োজনে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
সম্মেলন ঘিরে প্রস্তুতি নিয়েছে নেতা-কর্মীরা। এবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ডজন খানিকের বেশি নেতা। তবে প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনা অনুযায়ী যাদের নির্বাচিত করা হবে, সকলে মিলে তাদের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন পদ প্রার্থীরা।
সাধারণ মানুষেরা বলছেন, আওয়ামী লীগের দুর্দিনে যারা দলটাকে ধরে রেখেছিল, জেল-জুলুম অত্যাচার, নির্যাতন শয্য করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে সেই সমস্ত নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বেরিয়ে আসুক।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সিকদার নুর মোহাম্মদ দুলু, নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, শেখ মো. ইউসুফ আলী।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুব লীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম, শেখ মুশফিকুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোত্তাহিদুর রহমান শিরু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু ও ইলিয়াস হক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
গত ২০১৫ সালের ১১ নভেম্বর গোপালগঞ্জ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও করোনা মহামারির কারণে সম্মেলন পিছিয়ে যায়। পরিবেশ স্বাভাবিক হওয়ায় ২ বছর পর ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে গোপালগঞ্জে বইছে উৎসবের হাওয়া। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।
ইতিমধ্যে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। কর্মীদের দিন কাটছে আলোচনা ও সমালোচনার মধ্যে। সবাই প্রতীক্ষায় আছেন কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তবে ত্যাগী, দু: সময়ের কান্ডারি আর কর্মী বান্ধবদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি কর্মীদের। জেলা আওয়ামী লীগের আয়োজনে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
সম্মেলন ঘিরে প্রস্তুতি নিয়েছে নেতা-কর্মীরা। এবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ডজন খানিকের বেশি নেতা। তবে প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনা অনুযায়ী যাদের নির্বাচিত করা হবে, সকলে মিলে তাদের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন পদ প্রার্থীরা।
সাধারণ মানুষেরা বলছেন, আওয়ামী লীগের দুর্দিনে যারা দলটাকে ধরে রেখেছিল, জেল-জুলুম অত্যাচার, নির্যাতন শয্য করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে সেই সমস্ত নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বেরিয়ে আসুক।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সিকদার নুর মোহাম্মদ দুলু, নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, শেখ মো. ইউসুফ আলী।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুব লীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম, শেখ মুশফিকুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোত্তাহিদুর রহমান শিরু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু ও ইলিয়াস হক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
গত ২০১৫ সালের ১১ নভেম্বর গোপালগঞ্জ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও করোনা মহামারির কারণে সম্মেলন পিছিয়ে যায়। পরিবেশ স্বাভাবিক হওয়ায় ২ বছর পর ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৮ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৮ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৮ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৮ ঘণ্টা আগে