Ajker Patrika

সিপিসিএইচের মাধ্যমে ৫ মাসে বন্ধ হয়েছে ৮০টি বাল্যবিয়ে: অনুষ্ঠানে বক্তারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২৩, ১২: ২২
Thumbnail image

চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে সিপিসিএইচ (চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব) কর্মসূচির মাধ্যমে সরাসরি ৮০টি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এ ছাড়া এ কর্মসূচির সম্পৃক্ততায় পরোক্ষভাবে বন্ধ হয়েছে আরও ৩২০টির বেশি বাল্যবিয়ে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। 

রোববার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত ‘জাতীয় সহিংসতা প্রতিরোধ কর্মসূচির ব্যয় নির্বাহের প্রাথমিক অনুসন্ধান: টেকসই ও পরিমাপ যোগ্যতার নিরিখে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব তথ্য জানানো হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

গোলটেবিল আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা ব্যবস্থাপক এলিসা ক্যালপোনা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে একটি অ্যান্টি-ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড দেয়ার চিলড্রেন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২১ সালে ফেব্রুয়ারিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফ একটি কার্যকর, টেকসই ও পরিমাপযোগ্য পদক্ষেপ গ্রহণ করে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশে বর্তমানে ১ হাজার ২০০টিরও বেশি চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব, ১ কোটি ৬০ লাখেরও বেশি শিশু ও তাদের পরিচর্যাকারীকে নিয়ে কাজ করছে। শিশু ও মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ইউনিসেফ গ্রাম পর্যায় পর্যন্ত জাতীয় শিশু সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

শিশু সুরক্ষা প্রক্রিয়া বাস্তবমুখী করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে নিয়ে ইউনিসেফ, গবেষণা প্রতিষ্ঠান সানেমের সহায়তায় সিপিসিএইচ কর্মসূচির ব্যয়
সংক্রান্ত বিষয় নিশ্চিত হওয়ার চেষ্টা করেছে বলে জানান ইউনিসেফের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট রায়হানুল হক। তিনি বলেন, সিপিসিএইচ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাল্যবিয়ে বন্ধসহ নানাভাবে শিশু সুরক্ষায় অবদান রাখছে৷

সভায় সিপিসিএইচের ব্যয়সংক্রান্ত প্রাথমিক অনুসন্ধানের তথ্য উপাত্ত তুলে ধরেন সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা। তিনি জানান, একটি সিপিসিএইচে মাসে গড়ে খরচ হয় ২১ হাজার ১৮১ টাকা। দিনে গড়ে খরচ পড়ে ৭০৬ টাকা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মোট বাজেটের ৩ থেকে সাড়ে ৮ শতাংশ বাজেটের মধ্যে সিপিসিএইচের খরচ চালিয়ে নেওয়া সম্ভব বলে জানান তিনি। সিপিসিএইচ ২০৩৫ সাল পর্যন্ত চালিয়ে নিতে কী পরিমাণ খরচ হতে পারে, কীভাবে এর খরচ কমিয়ে আনা যায়, সেসব বিষয় তুলে ধরেন তিনি। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম। তিনি বলেন, এই কর্মসূচিতে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে। কীভাবে নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে তারা এটা চালিয়ে নিতে পারে, সেটা ভাবতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সভাপতিত্ব করেন এপিসির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এস এম লতিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত