Ajker Patrika

ফরিদপুর-গোপালগঞ্জ সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রতিনিধি, নগরকান্দা (ফরিদপুর)
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৬: ০৪
ফরিদপুর-গোপালগঞ্জ সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ফরিদপুরের নগরকান্দার শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে পড়েছে। ধসে যাওয়ায় সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে ধসে যেতে থাকলে যেকোনো সময় পুরো রাস্তা ভেঙে যাবে বলে মনে করছেন এলাকাবাসী।

জানা গেছে, সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা হয়ে ঢাকা-খুলনা বিশ্বরোডে গিয়ে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে ট্রাক-ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন এবং রোগী বহনকারী গাড়ি প্রতিনিয়ত চলাচল করে। এ সড়ক দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। কিন্তু শশা ব্রিজসংলগ্ন সড়কের পাশে ফ্ল্যাট সলিং না থাকায় এবং দীর্ঘ দিন ধরে একটানা প্রবল বৃষ্টি হওয়ার কারণে সড়কের কিছু অংশ ধসে গেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের নির্মাণকাজ যথাযথভাবে না হওয়ায় সড়কের বিভিন্ন স্থান ধসে যাচ্ছে। ধসে যাওয়া বেহাল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। এসব সমস্যা দেখার বা সমাধান করার কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ধসে যাওয়া সড়ক এখনই মেরামত করা না হলে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, ‘শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়েছি। খুব দ্রুত ধসে যাওয়া সড়ক মেরামত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত