নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কর্মীরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর বনানীতে রূপসা টাওয়ারে আলেশার অফিসে জড়ো হন তারা। এ সময় আলেশা মার্টের মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা শুরুতে তাদের বেতন দিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু কিছুক্ষণ পর তাদের নানাভাবে হুমকি দিয়ে ওই স্থান ত্যাগ করতে বলা হয়।
বরিশাল থেকে আসা আলেশা কার্ডের বিক্রয় শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বলেন, ‘আমি ছেলেকে হাসপাতালে রেখে বকেয়া বেতন চাইতে এসেছি। কিন্তু এখানে এসে আমাদের হুমকি শুনতে হলো। আমাদের বলা হয়েছে চলে না গেলে বিপদে পড়তে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মী বলেন, ‘আমরা আলেশা কার্ডের ২১ জন কর্মী এখানে আছি। আমাদের ওপর মালিকপক্ষ হামলাও করতে পারে। বেতন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না।’
কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এ জন্য তারা নাম প্রকাশ করতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়।
আলেশা কার্ডের কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। এদের কেউই পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:
পাঁচ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কর্মীরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর বনানীতে রূপসা টাওয়ারে আলেশার অফিসে জড়ো হন তারা। এ সময় আলেশা মার্টের মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা শুরুতে তাদের বেতন দিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু কিছুক্ষণ পর তাদের নানাভাবে হুমকি দিয়ে ওই স্থান ত্যাগ করতে বলা হয়।
বরিশাল থেকে আসা আলেশা কার্ডের বিক্রয় শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বলেন, ‘আমি ছেলেকে হাসপাতালে রেখে বকেয়া বেতন চাইতে এসেছি। কিন্তু এখানে এসে আমাদের হুমকি শুনতে হলো। আমাদের বলা হয়েছে চলে না গেলে বিপদে পড়তে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মী বলেন, ‘আমরা আলেশা কার্ডের ২১ জন কর্মী এখানে আছি। আমাদের ওপর মালিকপক্ষ হামলাও করতে পারে। বেতন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না।’
কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এ জন্য তারা নাম প্রকাশ করতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়।
আলেশা কার্ডের কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। এদের কেউই পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩২ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে