Ajker Patrika

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, বউ-শাশুড়ি নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৩, ১৪: ৫৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, বউ-শাশুড়ি নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ধাক্কা দিলে পিকআপের যাত্রী বউ ও শাশুড়ি নিহত হন। এ ঘটনায় আহত হন ১৪ জন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর সড়কের উপজেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাকিব বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার মাইজবাড়ীর চর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি (২০) এবং নিশির শাশুড়ি নাসিমা বেগম (৪৫)। তাঁরা ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। 

নিহত নাসিমা বেগমের ছেলে বিপ্লব বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বাস না পেয়ে জামালপুরগামী একটি পিকআপে উঠেছিলাম। পিকআপে মা, বোন, ভাই, ভাবি, খালা-খালু ছাড়াও আরও কয়েক জন ছিলেন। পরে পিকআপটি কালিহাতীতে সড়কে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকা লাকড়িবোঝাই একটি ট্রাককে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভাবি নিশি মারা যান। পরে হাসপাতালে আমার মা মারা যান। 

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. এলিন আরাফাত অনিক জানান, ১৫ জনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে নাসিমা নামের একজন অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। এ ছাড়া পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাকিব বলেন, সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়িবোঝাই ট্রাককে যাত্রীবাহী পিকআপটি সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত