Ajker Patrika

নারায়ণগঞ্জে রাস্তার পাশে দুর্গন্ধ ছড়াচ্ছিল বস্তাবন্দী দ্বিখণ্ডিত লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪: ৩৮
নারায়ণগঞ্জে রাস্তার পাশে দুর্গন্ধ ছড়াচ্ছিল বস্তাবন্দী দ্বিখণ্ডিত লাশ

নারায়ণগঞ্জের সদর থানাধীন সৈয়দপুর এলাকা থেকে এক ব্যক্তির বস্তাবন্দী দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় সৈয়দপুর কাঠপট্টি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, রাতে সড়কের পাশের একটি ডাম্পিং পয়েন্ট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে গিয়ে বস্তা খুলে এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তার কোমরের অংশ থেকে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। 

শাহাদাত হোসেন আরও বলেন, নিহতের পরনে ছিল ফুলহাতা খয়েরি রঙের গেঞ্জি। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে। 

ওসি শাহাদাত হোসেন বলেন, নিহত ব্যক্তিকে চার-পাঁচ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অংশ নারায়ণগঞ্জ শহর ও মুন্সিগঞ্জ শহর থেকে কাছাকাছি এলাকা। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যা করে রাতের আঁধারে এখানে ফেলে গেছে ঘাতকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত