Ajker Patrika

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
সংঘর্ষে আহতরা চিকিৎসা নিচ্ছেন। ছবি: সংগৃহীত
সংঘর্ষে আহতরা চিকিৎসা নিচ্ছেন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ওই পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের ঘটনায় আহতরা জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫), এবং আমেনা বেগমকে (২২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে আওলাদ মোল্লার সমর্থকরা চরডুমুরিয়া গ্রামে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে আওলাদ মোল্লার সমর্থকরা চরডুমুরিয়া গ্রামে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দুই পক্ষের সংঘর্ষে কয়েকজনকে অস্ত্র হাতে দেখা যায়। ছবি: সংগৃহীত
দুই পক্ষের সংঘর্ষে কয়েকজনকে অস্ত্র হাতে দেখা যায়। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার ফেরদৌস মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মারামারির বিভিন্ন ইনজুরি নিয়ে পাঁচজন রুগী আসেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত