Ajker Patrika

কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবে: কৃষিমন্ত্রী

প্রতিনিধি
কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবে: কৃষিমন্ত্রী

হবিগঞ্জ: চলতি বছর হাওরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এ বছর ধান ঠিকভাবে ঘরে তুলতে পারলে করোনাকালে দেশে খাদ্যের কোনো সংকট পড়বে না। কৃষকরা নির্বিঘ্নে ধান কাটতে সরকার শ্রমিক সংকট দূর করেছে। লকডাউনের মধ্যেও বাইরের জেলা থেকে শ্রমিক এনেছে সরকার। এমনকি অল্প সময়ে ধান ঘরে তুলতে সারাদেশে কয়েক হাজার হারভেস্টার মেশিনও বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা হাওরে বোরো ধান কাটা পরিদর্শন শেষে এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, গত বোরো মৌসুমে ধানের ভালো উৎপাদন হয়েছিল। কিন্তু আউশ-আমন মৌসুমে দফায় দফায় দীর্ঘস্থায়ী বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন অনেক কম হয়েছিল। তবুও দেশে কোন খাদ্য সংকট হয়নি। অতীতের যেকোনো সময়ের চেয়ে এ বছর ধান চালের উৎপাদন বাড়ানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি।

মন্ত্রী বলেন, করোনাকালে খাদ্যের যাতে কোনো অভাব না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে। লকডাউনের প্রথম অবস্থায় সরকার প্রতিটি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে।

ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের দাম নিয়ে আপনারা শঙ্কিত হবেন না। কৃষকরা বাংলাদেশে প্রাণ। তারা যেন লাভবান হয় সেই জন্য গতবছর ধানের অনেক দাম ছিল। এ বছরও তাই হবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে সঠিক দাম দিয়ে ধান ক্রয়ের ব্যবস্থা রয়েছে। সুতরাং কৃষকরা ধানের ন্যায্যমূল্য অবশ্যই পাবে।

সভা শেষে মন্ত্রী হারভেস্টারের মাধ্যমে হাওরে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল্লাহ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. তমিজ উদ্দিন জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গেল বছর হবিগঞ্জে ১ লাখ ২১ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এ বছর বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১৩০ হেক্টরে। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ১ হাজার ৩৩০ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে।

জেলায় চলতি বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৪ হাজার টন। যা গত বছর ছিল ৫ লাখ ৫ হাজার টন। চলতি বছর ৯ হাজার টন ধান বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত