শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কাদা মাটির সড়ক মাড়িয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে কয়েক হাজার শিক্ষার্থী। এতে দুর্ভোগের পাশাপাশি সময়ের অপচয় হচ্ছে শিক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার ব্যবস্থা গ্রহণের।
জানা যায়, উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার থেকে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে পর্যন্ত ৫০০ মিটার রাস্তার অবস্থা খুবই বেহাল। খানাখন্দের কারণে সড়কে জমে থাকে পানি। যানবাহন চলাচলের কারণে কাদা মাটি ছড়িয়ে পড়ছে পুরো সড়কে।
প্রতিদিন সড়ক দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ। আশপাশের রয়েছে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান। বিশেষ করে প্রতিবছর এসএসসি পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের কাদা মাটি মাড়িয়ে যেতে হয় পরীক্ষাকেন্দ্রে। তাতে করে অসহনীয় ভোগান্তি হয় পরীক্ষার্থী–শিক্ষক ও অভিভাবকদের। অনেক পরীক্ষার্থী জামাকাপড় নষ্ট হয় ময়লা পানি আর কাদাতে।
এসএসসি পরীক্ষার্থী মৌসুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন পরীক্ষায় অংশ নিতে এই সড়কের কাদা মাটি মাড়িয়ে আমাদের পরীক্ষাকেন্দ্রে যেতে হয়। যানবাহন চলাচলের কারণে কাদা মাটি ছিটে জামাকাপড় নষ্ট হয়।’
অপর পরীক্ষার্থী নাঈম হাসান বলেন, ‘পায়ে হেঁটে চলাচল করা খুবই সমস্যা। শত শত শিক্ষার্থী প্রতিদিন কাদা মাটি মাড়িয়ে যাতায়াত করতে হয়। অল্প রাস্তার জন্য আমাদের খুবই ভোগান্তি।’
অভিভাবক মো. মনির হোসেন বলেন, ‘মেয়েকে নিয়ে প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে আসি। মহাসড়কে নামার পর ৫০০ মিটার রাস্তায় খুবই ভোগান্তি হয়। হেঁটে চলাচলের সময় কাদা মাটি ছিটে জামাকাপড় নষ্ট হয়ে যায়।’
স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, ‘এই সড়কের ৫০০ মিটার এখন খুবই বেহাল অবস্থা। খানাখন্দভরা রাস্তাটুকু দিয়ে পায়ে হেঁটে চলাচল করা সমস্যা। আমাদের মালামাল আনা–নেওয়া খুবই কঠিন। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা সংস্কারের দাবি করে আসলেও কাজে আসছে না।’
স্থানীয় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর এই কেন্দ্রে প্রায় তিন হাজার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। অল্প সড়কের জন্য খুবই ভোগান্তি হচ্ছে। ছেলে–মেয়েদের আসতে যেতে ভোগান্তি হচ্ছে। আমাদের দাবি, আগামী পরীক্ষার পূর্বেই যেন রাস্তা সংস্কার হয়।’
তেলিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে অনেক আগেই বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করি, খুব দ্রুত সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করা হবে।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই উপজেলায় অল্প দিন আগে যোগাযোগ করেছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে কাদা মাটির সড়ক মাড়িয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে কয়েক হাজার শিক্ষার্থী। এতে দুর্ভোগের পাশাপাশি সময়ের অপচয় হচ্ছে শিক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার ব্যবস্থা গ্রহণের।
জানা যায়, উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার থেকে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে পর্যন্ত ৫০০ মিটার রাস্তার অবস্থা খুবই বেহাল। খানাখন্দের কারণে সড়কে জমে থাকে পানি। যানবাহন চলাচলের কারণে কাদা মাটি ছড়িয়ে পড়ছে পুরো সড়কে।
প্রতিদিন সড়ক দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ। আশপাশের রয়েছে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান। বিশেষ করে প্রতিবছর এসএসসি পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের কাদা মাটি মাড়িয়ে যেতে হয় পরীক্ষাকেন্দ্রে। তাতে করে অসহনীয় ভোগান্তি হয় পরীক্ষার্থী–শিক্ষক ও অভিভাবকদের। অনেক পরীক্ষার্থী জামাকাপড় নষ্ট হয় ময়লা পানি আর কাদাতে।
এসএসসি পরীক্ষার্থী মৌসুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন পরীক্ষায় অংশ নিতে এই সড়কের কাদা মাটি মাড়িয়ে আমাদের পরীক্ষাকেন্দ্রে যেতে হয়। যানবাহন চলাচলের কারণে কাদা মাটি ছিটে জামাকাপড় নষ্ট হয়।’
অপর পরীক্ষার্থী নাঈম হাসান বলেন, ‘পায়ে হেঁটে চলাচল করা খুবই সমস্যা। শত শত শিক্ষার্থী প্রতিদিন কাদা মাটি মাড়িয়ে যাতায়াত করতে হয়। অল্প রাস্তার জন্য আমাদের খুবই ভোগান্তি।’
অভিভাবক মো. মনির হোসেন বলেন, ‘মেয়েকে নিয়ে প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে আসি। মহাসড়কে নামার পর ৫০০ মিটার রাস্তায় খুবই ভোগান্তি হয়। হেঁটে চলাচলের সময় কাদা মাটি ছিটে জামাকাপড় নষ্ট হয়ে যায়।’
স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, ‘এই সড়কের ৫০০ মিটার এখন খুবই বেহাল অবস্থা। খানাখন্দভরা রাস্তাটুকু দিয়ে পায়ে হেঁটে চলাচল করা সমস্যা। আমাদের মালামাল আনা–নেওয়া খুবই কঠিন। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা সংস্কারের দাবি করে আসলেও কাজে আসছে না।’
স্থানীয় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর এই কেন্দ্রে প্রায় তিন হাজার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। অল্প সড়কের জন্য খুবই ভোগান্তি হচ্ছে। ছেলে–মেয়েদের আসতে যেতে ভোগান্তি হচ্ছে। আমাদের দাবি, আগামী পরীক্ষার পূর্বেই যেন রাস্তা সংস্কার হয়।’
তেলিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে অনেক আগেই বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করি, খুব দ্রুত সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করা হবে।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই উপজেলায় অল্প দিন আগে যোগাযোগ করেছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
নেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
১ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৩ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
৪ ঘণ্টা আগে