Ajker Patrika

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ঢাবি ছাত্রের মৃত্যু   

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯: ৪৪
Thumbnail image

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর নাম মাহাবুব আদর। আজ বৃহস্পতিবার সকালে পাবনার জেলার পাকশি সেতুতে এই ঘটনা ঘটে বলে জানায় ফরহাদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর চাচা ফরহাদ। 

মাহাবুবের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে। থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১০০৬ নাম্বার কক্ষে। তিন সদস্যের পরিবারে সে তার পিতা মাতার একমাত্র সন্তান। তার পিতার নাম মো. হান্নান মিঠু। তিনি একজন রাজনীতিবিদ বলে জানা যায়। 

নিহতের চাচা ফরহাদ বলেন, মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। গতকাল বুধবার রাতে সে ফেসবুকে ছবি আপলোড দিয়েছে দেখলাম। আজকে সকালে শুনেছি সে মারা গেছে। 

তিনি আরও বলেন, ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুর ওখানে জানালা দিয়ে মাথা বের করছিল। তখন সেতুর রেলিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে পরে গিয়ে সঙ্গে সঙ্গে সেখানেই মারা গেছে। তাঁর পরিবারের সদস্যরা সেখানে গেছে। সন্ধ্যার দিকে তাঁকে নিয়ে আসবে। 

মাহাবুবের এ রকম হঠাৎ চলে যাওয়ায় ভেঙে পড়েছেন তার সহপাঠীরা। তাঁর হলের কক্ষসঙ্গী (রুমমেট) মো. রাহাত শিকদার বলেন, মাহাবুব খুবই ভালো একজন ছেলে ছিল। সে সব সময় খুবই মিশুক, হাসিখুশি ও প্রাণবন্ত থাকত। তার এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছি না। স্বপ্নের মতো লাগছে। 

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, আমি এই বিষয়ে জেনেছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করছি। 

কুষ্টিয়ার পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজের আলী বলেন, নিহত মাহবুব আলম ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়ার লালন উৎসবে আসছিলেন বলে জানতে পেরেছি। তাঁর কাছে থাকা পরিচয়পত্র দেখে জানতে পারি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত